গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল দেশের সব চেয়ে বেশি সার উৎপাদনকারী কারখানাটি। বর্তমানে এটিসহ বন্ধেআছে মোট তিনটি কারখানা। এমন সময় কারখানাটি বন্ধ হলো, যখন সারের মজুদ কম ও চাহিদা অনেক বেশি। দেশে এখন আমন ধানের আবাদ চলছে এবং জানুয়ারিতে শুরু হবে বোরোর আবাদ। এই সময়টিতেই সারের চাহিদা সব চেয়ে বেশি থাকে। আর এ সময়ই কর্তৃপক্ষ গ্যাসের চাপ সাময়িক সময়ের জন্য কমিয়ে দেওয়ায় পুরোপুরি বন্ধ করা হয়েছে ইউরিয়া উৎপাদন। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে স্বার্থে যমুনা সার কারখানার গ্যাস সরবরাহ কমানো হয়েছে। জেএফসিএল সূত্র জানান, বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানা প্রতিষ্ঠার শুরু থেকে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে আসছিল, কয়েক বছর ধরে গ্যাসের চাপ স্বল্পতা ও মেশিনারিজ ত্রুটির জন্য উৎপাদন কমে ১ হাজার থেকে ১ হাজার ২০০ মেট্রিক টনে নেমে আসে। প্রতিবছর দুএকবার কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করায় সার উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের চাপ হঠাৎ কমে যাওয়ার ফলে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। তবে আমরা চাই দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত ও উৎপাদন চালুর করা হোক। যমুনা সার কারখানার- সারের গুণগত মান অন্যান্য যে কোনো কারখানার চেয়ে ভালো এবং যমুনা সার কারখানা বৃহত্তর ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের ২০টি জেলায় সারের চাহিদা পূরণ করে আসছে। উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কৃষি কাজে এর প্রভাব পড়তে পারে। এমনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে সার আমদানি নানা সমস্যার মুখে পড়েছে। ফলে সার মজুদ কম রয়েছে "এখন যদি সার বেশি দামে কিনতে হয় তাহলে অনেক কৃষক কৃষি কাজে আগ্রহ হারাবে। এর ফলে উৎপাদন থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত সব স্তরে প্রভাব পড়বে। গত এক বছরে আন্তর্জাতিক বাজারে সারের দাম প্রায় তিনগুণ বেড়ে গেছে। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর সাড়ে ২৬ লক্ষ টন ইউরিয়া সারের প্রয়োজন হয়। কিন্তু বাংলাদেশে উৎপাদন হয় প্রায় ১০ লক্ষ টন। চাহিদার বাকিটা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতার থেকে আমদানি করা হয়। যেহেতু সারের সঙ্গে খাদ্যনিরাপত্তার বিষয়টি জড়িত। তাই সারের ঘার্তি মেটাতে, বন্ধ কারখানাগুলোর ব্যাপারে সরকারের দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন। যথা দ্রুত সম্ভব গ্যাস সরবরাহ করে বন্ধ উইরিয়া কারখানাগুলো উৎপাদনে ফিরিয়ে আনা হোক।