ঝিনাইদহের কালীগঞ্জে দিন দিন ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাঁচ্ছে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বর্তমানে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ১৩১ জন রোগী ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য আলাদা ওয়ার্ড করে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে ও প্রতিটি রোগি কে মশারির মধ্যে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শহরের বিভিন্ন সড়কে গর্তের সৃষ্টি হয়ে পানি জমে রয়েছে। প্রতিটি ড্রেন দিয়ে পানি প্রবাহিত হয় না। ডেঙ্গু প্রতিরোধে কালীগঞ্জ উপজেলা প্রশাসন সভা করে মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিলেও বাস্তবে তার কোন প্রতিফলন দেখা মিলছে না।
মেইন বাসস্ট্যান্ডের ফল ব্যবসায়ী আবদুল মজিদসহ একাধিক ব্যক্তি জানান, কালীগঞ্জ পৌর সভার ড্রেনেজ ব্যবস্থা ভাল না। যার কারণে সঠিক ভাবে পানি নিস্কাশন হচ্ছে না। ঠিকমত মশক নিধণে স্প্রে ব্যবহার করতে দেখা যায় না। যার কারণে সন্ধ্যার পর মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠতে হয়। প্রতিটি ড্রেনে পানি জমে পচা গন্ধো ছড়াচ্ছে ও পানি নিস্কাসন হয় না। বাসা বাড়ির বাথরুমের পানি ও মল সড়কের উপর দিয়ে ফেলে দেওয়া হচ্ছে অনেকে ড্রেন করে বাসা বাড়ির পানি পৌর সভার সড়কের উপরে দিচ্ছে। পথচারিদের আসা-যাওয়া মারাত্নক সমস্যার সৃষ্টি হচ্ছে ও বাড়ছে মশা, মাছি ও পোকার উপদ্রব।
এদিকে বর্তমান সময়ে সামান্য ঠান্ডা,কাশি জ্বরে আক্রান্ত ব্যক্তিরা ডাক্তারের কাছে গেলে তাদের ডেঙ্গু পরীক্ষা নিরীক্ষা জন্য বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারে পাঠানো হচ্ছে। দেওয়া হচ্ছে একাধিক পরীক্ষা নিরীক্ষা। এসব পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছে সিবিসি, এমএসওয়ান, আইজিএম, আইজিজি। এসব পরীক্ষা-নিরীক্ষা করতে রোগিদের গুনতে হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা। সরকারি হাসপাতালে মাত্র ৫০ টাকা ফি দিয়ে ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে।
কালীগঞ্জ সিটি ডায়াগনষ্টিক সেন্টারের সিইও মনজুর হোসেন জানান, আমরা রোগিদের প্যাকেজের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করিয়ে থাকি। সেক্ষেত্রে সরকারি নিয়মে প্যাকেজ করে রোগি প্রতি ১ হাজার টাকা নেওয়া হয়। রোগিদের অভিযোগ ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়া সাথে সাথে ডায়াগনষ্টিক সেন্টারের লোকজন বিভিন্ন ডাক্তারের কাছে ধর্ণা দিচ্ছেন। ডাক্তারদের তারা ডায়াগনষ্টিক সেন্টারে রোগি পাঠানোর জন্য বলছেন। এসব উপসর্গ নিয়ে ডাক্তার কাছে যাওয়া মাত্রই ডাক্তাররা রোগি পাঠাচ্ছেন বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারে। বিনিময়ে ডাক্তারাও রোগি প্রতি কমিশন পাঁচ্ছেন ডায়াগনষ্টিন সেন্টার থেকে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) শিশির কুমার সানা বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা আত্মরিক ভাবে রোগিদের চিকিৎসা দিচ্ছি। হাসপাতালে আলাদা ভাবে ডেঙ্গু রোগিদের চিকিৎসার জন্য ওয়ার্ড করা হয়েছে।
কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, ডেঙ্গু প্রতিরোধে যা যা করণীয় আমরা তার সব কিছুই করছি। পরিস্কার-পরিচ্ছন্নতা, ওষুধ ছিটানো, মাইকিং করা, লিফলেট বিতরণসহ মানুষদের সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছি। এজন্য পৌরসভার ১০টি টিম প্রতিনিয়ত কাজ করছে। প্রতিদিন বিকেলে ওষুধ ছিটানো হচ্ছে।