বগুড়া সারিয়াকান্দি কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রামে সম্প্রতি নদী ভাঙনের শিকার এলাকাবাসীর মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেছে, সোস্যাল এ্যাডভান্সমেন্ট অ্যান্ড ল্যান্ডলেস ওয়েলফেয়ার ভলান্টারি অর্গানাইজেশন (সালভো)। শনিবার বিকালে সংস্থাটি নদী ভাঙনের শিকার ২৫০ জন এলাকাবাসীর মাঝে চাল ডাল তৈল এবং লবণসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছে। পরবর্তীতে নদী ভাঙনের শিকার ২০০ এলাকাবাসীকে পাকা ঘরসহ গুচ্ছগ্রামের আওতায় নিয়ে আসতে সংস্থাটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন, এ সংস্থার পরিচালক মোহাম্মাদ সাজাহান উল আলম। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উল আলম, সাবেক সভাপতি বেলাল হোসেন, ব্যবসায়ি ফরিদ উদ্দিন, শফিকুর রহমান, রবিন মিয়া, মামুন হোসেন, রাফি, পিউলি প্রমুখ।