ঢাকা নগরের চেয়ে বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। এমনটি এর আগে আর কখনোই হয়নি। ঢাকার বাইরের শহরের মতো গ্রামাঞ্চলেও বিআইয়ের বা লার্ভার ঘনত্ব অনেক বেশি দেখা গেছে এ বছর। সারাদেশে এডিস মশা ছড়িয়ে পড়লেও তৃণমূলে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের পরিস্থিতি এমনই হযবরল। সরকারি হিসাবেই ৫৮ জেলায় ডেঙ্গু ছড়িয়েছে। এর পরও ১২টি সিটি করপোরেশন এলাকা ছাড়া জেলা-উপজেলা শহর ও গ্রামে মশক-নিধন কার্যক্রম খুব একটা চোখে পড়ছে না। সিটি করপোরেশন এলাকায় মশা নিয়ন্ত্রণের চেষ্টা চললেও জনবল ও যন্ত্রপাতির অনেক ঘাটতি রয়েছে। তবে পৌর এলাকার পরিস্থিতি অনেকটাই নাজুক। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মশক নিয়ন্ত্রণের কোনো কার্যক্রমই নেই। কয়েকটি ব্যতিক্রম ছাড়া সব ইউনিয়ন পরিষদই মশা নিয়ন্ত্রণের যন্ত্র, ওষুধ ও জনবল-শূন্য। প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঢাকার যে ডেঙ্গু রোগীর তালিকা তাদের কাছে পাঠানো হচ্ছে এর মধ্যে অনেক গরল আছে। ঢাকা শহরের রোগীর তালিকার অনেকেই ঢাকার বাইরে থেকে আক্রান্ত হয়ে ঢাকায় এসেছেন। তাদের নাম রাজধানীর রোগীর তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এডিস মশার ঘনত্ব গ্রামগঞ্জে বেড়ে যাওয়ার কারণে ভবিষ্যতে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের গ্রাম এলাকার জরিপে জানা গেছে অনেক স্থানে প্লাস্টিকের পাত্রে এডিসের মশার লার্ভা মিলেছে। গ্রামে এখন শহরের মতো কংক্রিটের দালনকোঠা বেড়েছে। প্লাস্টিকের নানা তৈজসপত্রসহ শহরের মানুষের ব্যবহার্য অনেক জিনিস গ্রামে ব্যাপক ব্যবহৃত হয়। এর পাশাপাশি আছে অটোরিকশার টায়ার। ডেঙ্গুর বড় বিস্তার সাধারণত তিন থেকে পাঁচ বছর অন্তর হয়। বাংলাদেশে বড় বিস্তার হয়েছিল ২০১৯ সালে, এরপর এবার হলো। কিন্তু এবার যে হারে এডিস ছড়িয়েছে, তাতে তিন থেকে পাঁচ বছরের এই ধারা ঠিক থাকবে না বলে ধারনা করা হচ্ছে। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের স্বীকৃত পদ্ধতি হলো ‘ব্রুটো ইনডেক্স (বিআই)’। এই মানদণ্ডে লার্ভার ঘনত্ব ২০ শতাংশের বেশি হওয়া মানে সেখানে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নিশ্চিতভাবে বেড়ে যায়। সাধারণত যে প্রচার-প্রচারণা করা হয় সেগুলো এজিপ্টি মশা নিয়ে। অল্প পানিতে জন্মাবে, ফুলের টবে পানি জমতে দেওয়া যাবে না। কিন্তু এলবোপিকটাস গাছের কোটরে, কলাগাছের ভেতরে, কচুগাছের পাতায় যেটুকু পানি জমা হয় সেখানেও জন্মাতে পারে। গ্রামে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। সুতরাং সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। বর্তমানে পুরো দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়েছে। তাই এ ব্যাপারে সংশ্লিষ্টদের পরিকল্পনাও বিশদে হতে হবে। সারা বাংলাদেশকেই তার মধ্যে রাখতে হবে। এডিস নিয়ন্ত্রণে ঢাকার মতো বড় শহরগুলোতে কিছুটা প্রতিরোধমূলক ব্যবস্থা দেখা গেলেও গ্রামে তার কিছুই নেই। গ্রামাঞ্চলে ইজিপ্টাই বাড়লেও সেখানে অ্যালবোপিকটাসের মাধ্যমে ডেঙ্গু ছড়াচ্ছে বলে বলা হচ্ছে। আর সেটাকেও দ্রুত শনাক্ত করা জরুরি।