‘স্বাস্থ্যসেবা’ বাংলাদেশের সব নাগরিকের সাংবিধানিক অধিকার, সেহেতু গ্রাম-শহরের স্বাস্থ্যসেবার দূরত্ব ঘুচানো প্রয়োজন। আমাদের দেশের গ্রামাঞ্চলে চিকিৎসাব্যবস্থা শহরের মতো এখনও সেভাবে ১০০ শতাংশ উন্নত হয়নি। অথচ গ্রামীণ অর্থনীতি শহরের বেঁচে থাকার খোরাক জোগায়। তবে মানুষের সচেতনতা আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। আর এ বৈষম্যের মূল কারণ সম্ভবত বেশিভাগ ডাক্তাররা গ্রামীণ এলাকায় কাজ করতে এগিয়ে না আসা এবং বিশাল সংখ্যক বেকার জনসংখ্যা থাকা সত্ত্বেও, পর্যাপ্ত ভালো প্রশিক্ষণ প্রাপ্ত স্বাস্থ্যকর্মীর অভাব। হাসপাতালে দামি দামি সমস্ত চিকিৎসার উপকরণ ব্যবহার ও ছোটখাটো মেরামত করার মত টেকনিক্যাল জ্ঞান না থাকার কারণে অনেক কিছুই অচল হয়ে পড়ে থাকে দীর্ঘদিন ধরে। বেশিরভাগ গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে একজনই ডাক্তার থাকেন, তার উপর অনেক চাপ থাকে এবং চিকিৎসকের অনুপস্থিতিতে রোগীদের দেখাশোনা করতে হয় নার্সদের। আমাদের দেশে প্রচুর না হলেও অতীতের তুলনায় পর্যাপ্ত চিকিৎসক ও অন্যান্য জনবল আছে, ওষুধ-যন্ত্রপাতিও আছে; কিন্তু সঠিক সময়ে সঠিক সেবা সঠিক জায়গায় সঠিক উপায়ে পাওয়ার আয়োজনটি শুধু নেই। চূড়ান্ত বৈষম্যে ভরা এই কাঠামোয় প্রতিদিন যত মৃত্যু হচ্ছে, আমরা কেউই তার দায় এড়াতে পারি না। বৈষম্য না মেনে নেওয়া যে জাঁতি একাত্তরে স্বাধীনতা অর্জন করেছে, সেই জাতির বড় একটি অংশ কেন স্বাস্থ্যসেবার মতো মৌলিক বিষয়ে আজ বৈষম্যের শিকার, সেটা গভীরভাবে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি অর্থায়ন, জনবল, চিকিৎসা সরঞ্জাম, তথ্য-উপাত্ত, সেবাদানের সঠিক নির্দেশিকা ও যথাযথ ব্যবস্থাপনা প্রয়োজন। বাংলাদেশ রাষ্ট্র এই ছয়টি নিয়ামকের সঠিক বরাদ্দ ও ব্যবহার নিশ্চিত করতে পারলে শহুরে ও গ্রাম্য স্বাস্থ্যকাঠামোর মধ্যে বিদ্যমান বৈষম্য কমবে বলে আশা করা যায়। স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য চিকিৎসক যেমন প্রয়োজন, নার্স ও অন্যান্য জনবলের গুরুত্বও কিছুমাত্র কম নয়। কীভাবে সব পেশার দক্ষ ও তারুণ্যদীপ্ত জনবলকে গ্রামের মানুষের সার্বক্ষণিক সেবায় নিয়োজিত করা যায়, তা নিশ্চিত করতে হবে। এসব বিকল্প ব্যবস্থায় কীভাবে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেওয়া যায়, সেগুলো ভেবে দেখতে হবে। আর্থসামাজিক পরিবেশ উন্নয়নে জনস্বাস্থ্য একটি অন্যতম অনুষঙ্গ। একে উপেক্ষা কিংবা এ খাতে অপারগতার অবকাশ খুব কম। গ্রাম্য চিকিৎসাসেবা নিয়ে মানুষের মধ্যে হতাশা বিরাজমান। তাই গ্রাম্য চিকিৎসাসেবার বিরাজমান এই গ্যাপ কমানোর জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে।