বগুড়া সারিয়াকান্দিতে এক যুবককে অপহরণ করে মুক্তিপন দাবির অভিযোগে পুলিশ স্বাধিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার সকাল সারে ৯ টার দিকে সারিয়াকান্দি সদরের কেন্দ্রিয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্সি,স্হানীয়রা ও পুলিশ জানিয়েছে যুবক সাদমান ইসলাম স্বাধিন (২৩) অগ্যাতনামা আরেক আসামি সহ মটরসাইকেল যোগে কেন্দ্রিয় মসজিদের সামনে আসে। সেখানে দ্বারিয়ে রাকিবুল ইসলাম ২২ নামে এক যুবককে জোড়পুর্বক মটরসাইকেলে তুলে নেয়। পরে আসামিরা রাকিবুল ইসলামকে স্হানীয় সরকারি উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে যায় এবং তারকাছে ১লক্ষ ২০ হাজার টাকা মুক্তিপন দাবিকরে।এ সময় আসামিরা রাকিবুলকে এলোপকথারি ভাবে কিল ঘুষি লাথি মারতে থাকে।পরে চিৎকারে আসপাস থেকে লোকজন এগিয়ে গেলে ভিকটিম রাকিবুলকে রেকে আসামিরা পলাতক হয়। পরে পুলিশ তাদেরকে সরকারি উচ্চবিদ্যালয় গেট থেকে আটক করতে সক্ষম হয়।ভিক্টিম রাকিবুল পৌর এলাকার মন্ডোল রাড়ির রফিকুল ইসলাম রানার ছেলে। এ ব্যপারে তার দাদি ফাতেমা বেগম( ৭০) থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশের এস আই নজরুল ইসলাম জানিয়েছেন শনিবার সকালে আসামি
স্বাধিনকে কোর্টের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।