বরগুনার তালতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মিঃ মংচিন থানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগে বৃহস্পতিবার সন্ধায় প্রেসক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি মুঃ আঃ মোতালিব এর সভাপতিত্বে সভায় সাংবাদিকরা মিঃ মংচিন থান এর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করায় তীব্র নিন্দা জ্ঞাপন করে মামলা প্রত্যাহারের দাবী জানান।
মামলায় জানা গেছে, তালতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মিঃ মংচিন থান এর পিতা মিঃ মেথয়সে গত ২০১০ সালে পার্শ্ববর্তী মনুখেপাড়ার চংচিউ এর কাছ থেকে ২টি কবলা দলিল মুলে ৬.১২ একর জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে। পারিবারিক জটিলতার কারণে চংচিউ বার্মা থাকায় পার্শ্ববর্তী দুরসম্পর্কীয় মিঃ চানথান ১৩ বছর পর গত ২৪ আগস্ট গ্রহীতা মেথয়সের ওই ২টি দলিলের বিরুদ্ধে বরগুনা বিজ্ঞ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যাহার নং- সিআর ১০৫১/২০২৩। বিচারক মামলাটি আমলে নিয়ে বরগুনার সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। উল্লেখ্য, মিঃ চানথান এর বিরুদ্ধে আদালতে একাধিক জাল-জালিয়াতি মামলা বিচারাধীন রয়েছে।