ঝিনাইদহের কালীগঞ্জে বাড়ির কাজের মহিলাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মশিয়ার মাতব্বরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে হরিণাকুন্ডু উপজেলার বিন্নি গ্রামের জিন্দার মোড় থেকে মশিয়ারকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত মসিয়ার মাতব্বর কালীগঞ্জ উপজেলার কাঁকলাশ গ্রামের সাদেক আলী মাতব্বরের ছেলে। এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। বর্তমানে ভিকটিম হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় রয়েছে। ঝিনাইদহ পুলিশ সুপার মো: আজিম-উল-আহসানের নির্দেশনায় ভিক্টিমকে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন।
কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুরর রহমান জানান, গত ৩ সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলার কাঁকলাশ গ্রামের মসিয়ার মাতব্বর বাড়িতে কাজ করার জন্য দুপুরে ডেকে নিয়ে আসে ওই নারী (৪৫) কে। এ সময় বাড়িতে কেউ না থাকায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে যায়। বিষয়টি জানাজানি হলে গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে চলে যায় মসিয়ার। পরে পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় ভিকটিমকে হাসপাতালে ভর্তি করে। তিনি আরো জানান, শুক্রবার ভোরে হরিণাকুন্ডুু উপজেলার কাছারি বিন্নি গ্রামের তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে কালীগঞ্জ উপজেলার ছোট ঘিঘাটি গ্রামে ১৪ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জাহাঙ্গীর হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার সকালে ভিকটিমের বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন, নাম্বার হলো ৯। আটক জাহাঙ্গীর হোসেন উপজেলার ছোট ঘিঘাটি গ্রামের অমিদুল ইসলামের ছেলে। কালীগঞ্জ থানার এসআই প্রকাশ রায় জানান,বাদীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ঝিনাইদহ জেল হাজতে পাঠানো হয়েছে।