ঝিনাইদহের কালীগঞ্জে বৃহস্পতিবার সকালে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের একটি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ৩ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করা ও নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য প্রস্তুতের অপরাধে আল মক্কা বেকারিকে ১০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ওষুধ বিক্রয় ও সংরক্ষণের অপরাধে জুয়েল মেডিসিন সেন্টারকে ৫ হাজার টাকা ও কালীগঞ্জ মেডিসিন শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কালীগঞ্জের গান্না সড়ক, মেইন বাসস্ট্যান্ডের বিভিন্ন দোকানে ও খয়েরতলা নামক স্থানে অবস্থিত আলুর কোল্ড স্টোরেজ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ব্যবসায়ীদের সঠিক মূল্যে আলু বিক্রয় এবং আলু ক্রয়ের ভাউচার সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। ফার্মেসি সমূহে খাবার স্যালাইনের মূল্য বিষয়ে তদারকি করা হয় এবং নির্ধারিত মূল্যে খাবার স্যালাইন বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়।
ঝিনাইদহ জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে বাজার তদারকি পরিচালিত হয়। বাজার তদারকির সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর কবির, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা পুলিশের একটি টিম। ঝিনাইদহ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান,জনস্বার্থে এই তদারকি কার্যক্রম চলমান থাকবে।