কয়রা উপজেলার ঐতিহ্যবাহী উত্তর বেদকাশি ইউনিয়নের কাছারীবাড়ির বৃক্ষ মেলা ব্যাপকভাবে জমে উঠেছে। প্রতিদিন শত শত মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মেলা প্রাঙ্গন। আম, জাম, লিচু, পেয়ারা, গাছের চারা সাজিয়ে বসেছে স্টলে। অনেক গাছে ঝুলছে আম ও পেয়ারা। আর রয়েছে ঔষধি বৃক্ষ সহ নানান জাতের ফুলের চারা। হরেক রকমের চেনা-অচেনা ফলাদি, ঔষধি ও ফুলের গাছ নিয়ে শুরু হয়েছে কয়রায় বৃক্ষ মেলা। এই মেলা যেন এ জনপদের মানুষের নিকট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। উপকুলীয় জনপদ কয়রা উপজেলার উত্তর বেদকাশী কাছারিবাড়ী এলাকায় গত ২ সেপ্টেম্বর বিকেল ৪ টায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেতে মেলার উদ্বোধন করেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে বৃক্ষ মেলা। ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মেলায় দেড় শতাধিক দোকান বসেছে। তবে মেলার নাম বৃক্ষমেলা হলেও এতে গাছের চেয়ে অন্যান্য সামগ্রীর স্টল বসেছে বেশি। পুরো জায়গা জুড়ে বসেছে মনোহারি পণ্য, লৌহজাত দ্রব্য, বাঁশ ও বেতের পণ্যের দোকান সহ বিভিন্ন নার্সারি। এ ছাড়া দর্শনার্থীদের আনন্দ দিতে বসেছে নাগরদোলা ও দোলনা নৌকা, ট্রেন লাইন। তবে মেলায় জুয়া, হাউজি, লটারি, র্যাফেল ড্র, লাকি কুপন, ফড়, চরকি, অশ্লীল নৃত্য নিষিদ্ধ করা হয়েছে। গত বুধবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, মেলার মাঠে গাছের স্টল গুলিতে শুধু ফুল বা ফল নয়, বনজ আর ঔষধি গাছেরও ছড়াছড়ি। বিক্রেতারা জানিয়েছেন, মেলায় ফলদ গাছের চারার পাশাপাশি অন্যান্য গাছের চাহিদা বেশি। এ ছাড়া লেবুগাছেরও প্রচুর চাহিদা রয়েছে। গোলাপ, বেলি, রঙ্গন ফুলের চারাও ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। তাঁরা আরও জানান, প্রথম দিনেই ক্রেতাদের মোটামুটি সাড়া পাওয়া গেছে। মেলায় অংশ নেওয়া নার্সারির মালিক কামাল হোসেন জানান, তাঁর নার্সারিতে কমপক্ষে ১০০ প্রজাতির ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা রয়েছে। এগুলোর দাম ১০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত মহেশ্বরীপুর এলাকার বাসিন্দা মাহমুদুর রহমান বলেন, ‘ঘুরে ঘুরে দেখেছি। কিছু ফলের চারা কিনব বলে স্থির করেছি। ভাবছি ছুটির দিনে স্ত্রী-মেয়েকে নিয়ে পুনরায় মেলায় আসব। মেয়েকে এসব চেনা-অচেনা গাছগুলো দেখাব।’ মেলায় আসা শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার পলাশ, নাজমুল, মনির হোসেন জানান, তাঁরা এতোদিন মেলার জন্য অপেক্ষা করছিলেন। এখানে গৃহস্থলী জিনিসপত্র অনেক কম দামে কেনা যায়। পাওয়া যায় সব ধরণের জিনিসপত্র তাই তারা এক সাথে অনেক লোক এসেছে গছের চারা সহ অনেক জিনিষপত্র কিনতে। কয়রা সদর থেকে আসা আক্তারুল ইসলাম বলেন, গাছের চারা কিনতে এসেছিলেন তিনি। গাছ কিনতে পারায় তিনি খুশি। উত্তর বেদকাশীর নিমাই মন্ডল জানান, ছেলেমেয়ে ও আত্মীয়স্বজন নিয়ে মেলা দেখতে ও কেনাকাটা করতে এসেছেন। মেলা উপলক্ষে দূরের আত্মীয়স্বজন এক দিন আগে চলে এসেছেন তাঁদের বাড়িতে। যে কয়দিন মেলা চলবে আত্বীয়স্বজন বাড়িতে থাকবেই। মেলা উদযাপন কমিটির সাধারন সম্পাদক ইউপি সদস্য গনেশ মন্ডল বলেন, এই বৃক্ষ মেলা এ জনপদের মানুষের চিত্র বিনোদনের জন্য মনের খোরাক হয়ে দাড়িয়েছে। প্রতি দিন শত শত মানুষ মেলায় হাজির হয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা সহ অন্যান্য জিনিষ পত্র কেনাকাটা করছে। এ ছাড়া প্রতিদিন বিভিন্ন এলাকা হতে আগত শিল্পীদের কন্ঠে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছে দর্শনার্থীরা। মেলা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবুর রহমান বলেন, মেলায় দর্শীনার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য সব সময় স্বেচ্ছাসেবক সদস্যরা সব সময় প্রস্তুত রয়েছে। এই এলাকার সকল মানুষের সহযোগিতায় ভালভাবে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিত কামনা করেন।