গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভগবান শ্রীকৃৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বাংলাদেশ পূঁজা উদ্যাপন পরিষদ কোটালীপাড়া শাখার আয়োজনে কেন্দ্রীয় কালী মন্দির চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালী মন্দির চত্ত্বরে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ¦লনের মাধ্যমে শোভাযাত্রাটির উদ্বোধন করেন।
এ সময় পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, হাজী মো: কামাল হোসেন শেখ, সাবেক জেলা পরিষদের সদস্য দেবদুলাল বসু পল্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, ইউপি চেয়ারম্যান বিজন বিশ^াস, তুষার মধু, বাংলাদেশ পূঁজা উদ্যাপন পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি প্রফেসর কার্তিক চন্দ্র বিশ^াস, সাধারণ সম্পাদক লীলা দাম উপস্থিত ছিলেন।