বগুড়ার গাবতলীতে গত (১১ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের দেবত্তরপাড়ায় ত্রিমোহনী এলাকায় মাদকের আসরে ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়নকে কুপিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামি কে গ্রেপ্তার করেছে র্যাব। ৬ (নভেম্বর) সকাল দশটায় র্যাব-১২ বগুড়ার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ওয়ারেন্টভুক্ত ২ আসামি কে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার জানতে পারি চাঞ্চল্যকর নয়ন হত্যার ২ আসামি গাবতলীর রানীনগর মাস্টারপাড়া এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে গাবতলী মডেল থানার মামলা নং-১৫, তারিখ-১৩/০৩/২০২৩ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড, জিআর নং-৭৪/২৩(গাব), প্রসেস নং-৩৪৭/২৩ ও ৩৫১/২৩ তারিখ-১১/০৬/২০২৩ এর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাসেদ মন্ডলের পুত্র আবদুস সামাদ মন্ডল (৩৫) ও আনসার হাজির পুত্র সেলিম হোসেন (৩৫) কে গ্রেপ্তার করে। উভয়ে গাবতলী উপজেলার মড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে। এবং এই হত্যা মামলার প্রধান আসামি মোঃ আবদুর রাজ্জাক (৪৭) কে গত (৩ এপ্রিল) গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুম্মাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।