খুলনার পাইকগাছায় লাইসেন্স বিহীন অবৈধভাবে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলার রাড়-লীর কাটিপাড়া বাজারের বায়েজিদ নামের এক ব্যবসায়ীকে ওই জরিমানা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জাহাঙ্গীর আলম জানান, গোপণ সংবাদের ভিত্তিতে উপজেলার রাড়-লী ইউনিয়নের কাটিপাড়া বাজারে লাইসেন্স বিহীন অবৈধভাবে সার মজুদ ও বিক্রির খবরে জনৈক বায়েজিদ নামের এক ব্যবসায়ীর দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার গোডাউনে অবৈধভাবে মজুদকৃত প্রচুর পরিমানে বিভিন্ন প্রকার সার পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন অবৈধভাবে সার মজুদ ও বিক্রয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলমসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।