কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ রাজন আলী (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া থানাধীন আছুরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত অনুমান সাড়ে ৯ টায় কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতার নেতৃত্বে পুলিশের একটি দল কুলাউড়া উপজেলার ৪ নং জয়চ-ী ইউনিয়নের আছুরিঘাট পয়েন্টের যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।
এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের লুঙ্গির কোছা থেকে সবুজ রঙের পলিথিনের ভেতরে মোড়ানো অবস্থায় ১২৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত রাজন আলী কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে। তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় চুরি, মাদকসহ ১১টি মামলা রয়েছে।
মাদক সংক্রান্ত এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।