আরেক দফা বাড়ল ডলারের দাম, খরচও বাড়বে পণ্য আমদানির। তবে রপ্তানিকারকেরা প্রতি ডলারে আগের চেয়ে বেশি টাকা পাবেন। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এক সভায় ডলারের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পণ্য বা সেবা রপ্তানি ও প্রবাসী আয় কেনায় ডলারের দাম হবে ১০৯ টাকা ৫০ পয়সা। আগে ব্যাংকগুলো আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের প্রতি ডলারের জন্য ১০৯ টাকা এবং রপ্তানিকারকদের প্রতি ডলারের জন্য ১০৮ টাকা ৫০ পয়সা দিয়ে আসছিল। দেশে ডলারের সংকট সহসাই কাটছে না। মনে হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, এ সংকট চলতি অর্থবছরও থাকবে। এর প্রভাবে আমদানি পণ্যের দাম আরও বাড়বে। ফলে অন্যান্য পণ্যের দামেও এর নেতিবাচক প্রভাব পড়বে। ডলারের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের প্রভাবগুলো চলতি অর্থবছরে আরও বেশি ভোগাবে। ডলারের এ মূল্যবৃদ্ধি সব শ্রেণির মানুষকে আঘাত করছে। এর সঙ্গে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বেড়ে যাওয়ায় ওই আঘাত যেন আরও বেড়েছে। তাই ডলার সংকট কাটাতে হলে বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে হবে। এর কোনো বিকল্প নেই। সরকার এখনো বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে পারেনি। কিন্তু ব্যয় কমিয়ে সংকট মোকাবিলা করার চেষ্টা করছে। বৈদেশিক মুদ্রার ব্যয় কমাতে গিয়ে এখন আমদানি নিয়ন্ত্রণ করছে। দীর্ঘ সময় আমদানি নিয়ন্ত্রণের ফলে আমদানি নির্ভর যেসব শিল্প গড়ে উঠেছিল সেগুলো হুমকির মুখে পড়ছে। এতে ওইসব খাতে খেলাপি ঋণ বাড়ছে। কর্মসংস্থান কমছে। তাই যে করেই হোক আমাদের এ সংকট থেকে মুক্তি পেতেই হবে। আর সাধারণ জনগণের কথাও সরকারের মাথায় রাখতে হবে। কেননা- জাতীয় পর্যায়ের যেকোনো সংকটে শুধু কোনো একটি বিশেষ খাতেই প্রভাব পড়ে না। সবাইকে কোনো না কোনোভাবে এই সংকটের কারণে সমস্যার মুখোমুখি হতে হয়। তাই এখন সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।