কুমিল্লার হোমনায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক আবুল কালাম (১৯) নিহত হয়েছেন এবং দুইজন আরোহী ও একজন পথচারী নারীসহ ৩ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার হোমনা-গৌরিপুর সড়কের সিনাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক উপজেলার নিলখী গ্রামের খলিলুর রহমানের ছেলে।
আহতরা হলেন- পথচারী নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার জাহানারা বেগম (৫০), আরোহী হোমনা উপজেলার নিলখী গ্রামের মনির হোসেন (৩০) ও একই গ্ৰামের অন্তর (১৮)।
থানা ও স্থানীয় সুত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে নিহত আবুল কালাম বাড়ি নিলখী থেকে একই গ্ৰামের আরও দুইজন আরোহীসহ মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। ঘুরাঘুরি করে তারা উপজেলার সিনাইয়া থেকে পঞ্চবটি যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নারীকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে চালক, আরোহী ও পথচারী নারীসহ ৪ জন মারাত্মক আহত হয়। পরে অন্য পথচারীরা তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্বত্যরত চিকিৎসক চালক আবুল কালামকে মৃত ঘোষণা করেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এদের মধ্যে পথচারী নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার জানান, চালক আবুল কালাম ঘটনাস্থলেই মারা গেছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে। এদের মধ্যে আহত নারী জাহানারা বেগমের অবস্থা আশঙ্কাজনক; তিনি মাথায় আঘাত পেয়েছেন বেশি।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবদীন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় চালক আবুল কালাম নিহত হয়েছেন। এ ব্যাপারে কারো কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ তার পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।