মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়নে হাট বাজার উন্নয়ন কাজে বরাদ্দকৃত ৪০ লক্ষ ১৯ হাজার টাকা বিধিবহির্ভূতভাবে অন্য প্রকল্পে খরচ করা এবং ব্যয় করে টাকার কিছু অংশ খরচ করে বাকি টাকা ভুয়া প্রকল্প দেখিয়ে আত্মসাৎ করার অভিযোগ করেছে ৪নং ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ মোহাম্মদ লিটনের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানির পর ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়েছে এলাকায়।
খবর নিয়ে জানা যায়, হাট-বাজার স্থাপন ও ব্যবস্থাপনা বিধিমালা ২০১৮এর পরিপত্র মতে হাট-বাজার হইতে প্রাপ্ত ইজারালদ্ধ অর্থ ব্যবস্থাপনা ও বন্টন বিধি অনুযায়ী ইজারা থেকে প্রাপ্ত মোট টাকার ১৫ শতাংশ ব্যয় করতে হবে শুধুমাত্র হাট বাজারের উন্নয়নে। প্রয়োজন থাকলে এখাতে ২৫ শতাংশ অর্থ ও বরাদ্ধ করা যাবে তবে কোনোভাবেই এই অর্থ হাট-বাজার পেরিফেরির বাহিরে কোন কাজে খরচ করা যাবে না। কিন্তু ২০২১-২০২২ অর্থবছরে ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদ মোহাম্মদ লিটন হাট-বাজার উন্নয়নের ১৫ শতাংশ হিসেবে প্রাপ্ত ৩৩ লক্ষ ১৯ হাজার ৭৭৬ টাকা খরচ করেছেন ১৯ টি প্রকল্প দেখিয়ে যার মাত্র ৩টি বাজার উন্নয়নের সাথে সংশ্লিষ্ট। অন্যদিকে বিশেষ বরাদ্দ হিসেবে হাট বাজার উন্নয়নের আরো ৫ শতাংশ হিসেবে প্রাপ্ত ৭ সাত লক্ষ টাকা দুটি প্রকল্পের মাধ্যমে খরচ করেছেন তিনি যার একটিও বাজার উন্নয়নের সাথে সংশ্লিষ্ট নয়। অর্থাৎ হাট-বাজার উন্নয়নের কাজে বরাদ্দ পাওয়া ৪০ লক্ষ ১৯ হাজার ৭৭৬টাকার মধ্যে মাত্র সাড়ে ১১ লক্ষ টাকা তিনি দেখিয়েছেন বাজার উন্নয়নের কাজে। বাকীটা রাস্তাঘাট, মসজিদ উন্নয়ন, ইউনিয়ন পরিষদের জায়গায় বালি ভরাট ও ইউনিয়ন পরিষদের জন্য কম্পিউটার প্রিন্টার বাবদ খরচ দেখিয়েছেন তিনি। খবর নিয়ে জানা যায়, তিনি যে সকল রাস্তাঘাট এবং উন্নয়ন প্রকল্পের নামে অর্থ বরাদ্দ দেখিয়েছেন তার অধিকাংশই ভুয়া। স্থানীয়দের অভিযোগ নাম সর্বস্ব প্রকল্প দেখিয়ে এই টাকার অধিকাংশ আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান।
দুটি তালিকা অনুযায়ী বিভিন্ন উন্নয়ন কাজের বিষয় খোঁজ নিতে গিয়ে দেখা যায় একটি তালিকার ১৮ নম্বর প্রকল্প অনুযায়ী আলীপুরা পাকা রাস্তা হতে খালপাড় পর্যন্ত রাস্তার সংস্কার কাজ দেখিয়ে ৪ লক্ষ টাকা বিল তোলা হয়েছে। কিন্তু গত কয়েক মাসে রাস্তাটির কোন উন্নয়ন কাজ হয়নি বলে জানান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা আবদুল হাকিম বলেন, এখানে একটি ব্রিক সোলিং করা রাস্তা আছে। বেশ অনেকদিন আগে এর কাজ করা হয়েছিল তবে গত কয়েক মাসে এখানে কোন সংস্কার কাজ হতে দেখিনি আমরা।
তালিকার ১৯ নম্বর প্রকল্প অনুযায়ী নয়াকান্দি পাকা রাস্তা হতে তরু ছায়া পর্যন্ত রাস্তা সংস্কার কাজের জন্য এক লক্ষ টাকা বিল তোলা হয়েছে। তবে কাজী হাসান নামে একজন বাড়ি মালিক জানান তিনি নিজের ব্যক্তিগত টাকায় রাস্তা সংস্কার কাজ করেছেন এখানে এক টাকাও সরকারি অর্থ ব্যয় হয়নি।
তালিকার ৭ এবং ১৫ নাম্বার প্রকল্প অনুযায়ী ভবেরচর বাজারের বালি ভরাট, সিমেন্ট কংক্রিট ঢালাই এবং সেড নির্মাণের জন্য খরচ দেখানো হয়েছে সাড়ে ১০ লক্ষ টাকা। তবে বাজারে সবজির ব্যবসা করেন এরকম একাধিক ব্যবসায়ী জানিয়েছেন এখানে আগ থেকেই ভিটি তৈরি করা ছিল। সম্প্রতি সেগুলো সামান্য উঁচু করা হয়েছে এবং আর মাথার উপরে সেডের টিন বদলানো হয়েছে। তবে তার জন্য কখনোই সাড়ে ১০ লাখ টাকা খরচ হওয়ার কথা নয়।
তালিকার ৩ নাম্বার প্রকল্প অনুযায়ী ভবেরচর বাজারের বণিক সমিতির অফিস সংস্কারের নামে তোলা হয়েছে এক লক্ষ টাকা বিল। তবে অফিসটি কিভাবে আর কখন সংস্কার করা হয়েছে জানে না কেউ।
বিষয়টি সম্পর্কে ভবেরচর বাজার এলাকার বাসিন্দা ও গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাঁদিজা সরকার আঁখি বলেন, এই বিষয়গুলো আমার চোখেও পড়েছে। বিষয়টি আমি বেশ কয়েক বার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় তুলে ধরেছি।
বিষয়টি সম্পর্কে জানতে উপজেলার এলজিইডির উপজেলা প্রকৌশলী কাজী ইশতিয়াক আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। এ সকল উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন আমার অফিস থেকে করা হয়নি। চেয়ারম্যান সাহেব কিভাবে কাজের হিসেব করে বিল দাখিল করেছেন তা তিনি বলতে পারবেন।
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, তার এই কর্মকাণ্ড সম্পর্কে হাট বাজার ব্যবস্থাপনা কমিটি অবগত নয়। আর হাট বাজার পেরিফেরির বাহিরের কোন জায়গার উন্নয়ন কাজে এই অর্থ ব্যয় করার বিধান নাই।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শাহিদ মোহাম্মদ লিটন বলেন, আমি আমাদের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীকে জ্ঞাত করেই সকল কাজ করেছি এখানে কোন জায়গায় অনিয়ম হয়েছে বলে আমি মনে করি না। কাজ না করে অর্থ আত্মসাৎ এর যে বিষয়টি উঠেছে তা সঠিক নয় আপনারা ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন।
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, আমি এই উপজেলা যোগদান করার আগে এই কাজ হয়েছে। বিষয়টি আপনি আমি আপনাদের মাধ্যমে জানলাম এ ব্যাপারে তার কাছে কৈফত তলব করা হবে। আমরা খোঁজখবর নিচ্ছি, যদি অনিয়ম হয়ে থাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।