চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভোট কেন্দ্র পূর্ণ-বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার সময় উপজেলার বরকলস্থ কানাইমাদারী অলি আহমদ উচ্চবিদ্যালয় মিলনায়তনে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা ৫নং ওয়াড মেম্বার সেলিম উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহের মিয়া,মাষ্টার আবু ইউছুপ,আওয়ামী লীগ নেতা সামশুল ইসলাম,এম দস্তগীর হোসেন চৌধুরী মানিক,বৈরম খান রিটু,সুমন বড়ুয়া,সুনীল কান্তি বড়ুয়া ,কাওসারুল হাসান সোহেল,জয়নাল আবেদীন প্রমুখ। সভায় বক্তারা বলেন দীর্ঘ সময়ে ৫নং ওয়ার্ডস্থ ভোট কেন্দ্র কানাইমাদারী কাদেরিয়া মাদ্রাসা কেন্দ্রটি একটি স্বার্থবাদী মহল বাদ দিয়ে বা পরিবর্তন করে যড়যন্ত্রমূলকভাবে প্রায় ৩কি:মি:দুরত্বস্থান ৭নং ওয়াডস্থ পাঠানদন্ডী তাহেরিয়া ছাবেরিয়া মাদ্রাসা কেন্দ্র নিয়ে যাওয়া হয়। যা স্থানীয় নারী কিংবা বয়স্কদের যাতায়তের জন্য দুর্লভ। এ সময় তার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ৫নং ওয়ার্ডস্থ এলাকাবাসীর সুবিধার্থে পুরানো ভোট কেন্দ্র কাদেরিয়া মাদ্রাসায় পূর্ণ -বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবি জানান।