বগুড়ার সারিয়াকান্দিতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীতে শনিবার দুপুরে বিপদ সীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।তীব্র স্রােত ও ব্যাপক ভাঙ্গনে কামালপুরের যমুনা তীর সংরক্ষণ কাজের আরও ২শ'মিটার এলাকা তীর সংরক্ষণ প্রকল্প ভেঙ্গে গেছে। এতে স্হানীয়দের মধ্যে ভাঙ্গন আতন্ক বিরাজ করছে।
সহনীয় সুএে জানা গেছে, উজানের পাহাড়ী ঢলের পানিতে বুধবার সকালে বিপদ সীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।পানি বৃদ্ধি অব্যাহত থাকায়, আজ শনিবার দুপুরে সে পানি ২২সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। কামালপুরের ইছামারা নামক স্থানে গত ১৫ দিন ধরে ভাঙ্গা শুরু হয়। এবং সেখান কার ৩০০ বসত ঘড় যমুনার গর্ভে চলে যায়।পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভাঙ্গন, অব্যাহত থাকায় আজ শনিবার সেখানে তীর সংরক্ষণ কাজের আরো ২০০ মিটার নদী গর্ভে বিলীন হয়েছে। এখানে ৮ বছর আগে প্রায় ৩০০ কোটি টাকায় তীর সংরক্ষণ কাজ করা হয়েছিল। কাজ করার পর থেকেই ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ তুলেছিল স্থানীয়রা। কিন্তু আমলে নেয়নি কেউই। সহনীয় শুকুর আলী জানান,প্রথম থেকেই কাজের মান ভালো ছিলোনা। এজন্য আমরা অনেকের কাছে অভিযোগ করেছিলাম কিন্তু কোনো কাজো আসেনি।এছারা এবার ভাঙ্গন দেখা দেওয়ার ওর ইছামারায় কর্মকর্তারা কাজ করছিলো ঠিকি তা ছিলো লোক দেখানো যার কারণে তীর সংরক্ষণ প্রকল্পের এই অবস্থা। অথচ তারা বলেছিলো এ নদী আর কখনো ভাঙ্গবে না।
পানি উন্নয়ন বোর্ডের এস ডি ই জানান,সব কিছু ঠিকঠাক রয়েছে। আজকে কোথাও তেমন একটা ভাঙ্গেনি।
সারিয়াকান্দির ইউ এন ও( ভারাপ্রাপ্ত) সবুজ কুমার বসাক বলেন, নদী ভাঙ্গন ও বন্যা পরিস্থিতি আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি। কোনো মানুষ কে খাদ্য কষ্টে রাখবো না। এজন্য আমদের প্রশাসন দিন রাত কাজ করছেন। বগুড়া জেলা প্রশাসক বন্যা কবলিত এলাকা পরিদর্শন সহ সব বিষয়ে খোঁজ খবর রাখছেন।