নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী কেশারপাড় দিঘীতে মৎস্য শিকার প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে নোয়াখালী-২ (সেনবাগ সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোরশেদ আলম মৎস্য শিকার প্রতিযোগীতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন-সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন, কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারমম্যান বেলাল ভূঁইয়া প্রমুখ। দিঘীর ইজাদার মোঃ জুয়েল জানায়, শতবর্ষী কেশারপাড় দিঘীতে ৭০জন মৎস্য শিকারী ২৩ হাজার টাকা মূল্যে টিকিট ক্রয় করে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। ওই প্রতিযোগীদের মধ্যে রয়েছে চলচিত্র অভিনেতা নোভেল। শুক্রবার বিকেল প্রধান অতিথি মৎস্য শিকার প্রতিযোগীতা দেখতে শতশত উৎসুক মানুষ দিঘীর চারপাড়ে ভিড় জমায়।