বরগুনার পাথরঘাটায় আগ্নেয়াস্ত্র, গুলি ও বিদশেী মদসহ ১ জনকে আটক করেছে পাথরঘাটা কোষ্টগার্ড। শুক্রবার সকাল ১০টা ৪৫মিঃ উপজেলার মুন্সিরহাট এলাকায় বিআটিসি বাস থেকে আটক করা হয়। আটক ব্যাক্তি সাতক্ষীরার তালা উপজেলার আনসারউল্লাহ আজাদের ছেলে শেখ মোমিনুর ইসলাম (৩২)।
কোস্ট গার্ড দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট হাসান মেহেদী এর নেতৃত্বে উপজেলার মুন্সীরহাট খাল সংলগ্ন বেইলী ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা পাথরঘাটাগামী একটি যাত্রীবাহী বাস (বিআরটিসি) তল্লাশী কালে ৫ টি অবৈধ এয়ারগান, ১ টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড তাজা গোলা, ১ বোতল বিদেশী মদসহ অস্ত্র এবং মাদক ব্যবসায়ী শেখ মোমিনুর ইসলাম (৩১) কে আটক করা হয়। কোস্ট গার্ডের আভিযানিক দল আটককৃত অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, পাথরঘাটা উপজেলা হতে নদীপথে লঞ্চযোগে অস্ত্র ও মাদকসহ রাজধানী ঢাকায় গমন করার উদ্দেশ্যে পাথরঘাটায় আগমন করছিলো। জব্দকৃত অস্ত্র, গুলি ও বিদেশী মদসহ আটক মোমিনুর কে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।