নোয়াখালীর সেনবাগে ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ সেনবাগ উপজেলার উত্তর ও দক্ষিণ শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও হাফেজ গোলাম ছারওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,ইসলামী আন্দোলন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী মুফতি মানসুর আহমাদ সাকী,ইসলামী আন্দোলন নোয়াখালী উত্তর সভাপতি মাওলানা নজীর আহমদ, ওলামা মাশায়েক আইম্বা পরিষদের নোয়াখালী উত্তর সভাপতি মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম, ওলামা মাশায়েক আইম্ব উত্তর শাখার সেক্রটারী মাওলানা মুফতি মোহাম্মদ উল্লাহ যোবায়ের,নোয়াখালী উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মহি উদ্দীন ইউসুফ,নোয়াখালী শাখার সহসভাপতি আবদুল ওদুদ,শাসনতন্ত্র আন্দোলন সেনবাগ উত্তর শাখার সভাপতি মাওলানা রহিমউল্লাহ বশিরী, সেক্রেটারী মুহাম্মাদ কামরুল হাসান,ছাতারপাইয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, ছয়ানী আলিম মাদ্রাসার সহ সুপার মাওলানা আবদুল কাইয়ুম, ইসলামি আন্দোলন শারজাহ শাখার সহ সভাপতি মাওলানা দলিলুর রহমান মাসুম ও ওমান প্রবাসী হাজ¦ী মুহাম্মাদ ইবরাহীম প্রমুখ।