পেঁয়াজের ঝাঁজে ভোক্তার চোখে জল। পেঁয়াজের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির বিষয়টি উদ্বেগজনক। পেঁয়াজ রপ্তানির উপর ভারতের শুল্ক আরোপের উদ্দেশ্য দেখিয়ে সুযোগ বুঝে অসাধু চক্র সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়েছে। যদিও কোন অসাধু ব্যবসায়ী যেন দাম অথবা মজুদের ক্ষেত্রে চালাকি করতে না পারে সেজন্য জাতীয় ভোক্তা দাবি সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করবে বলে জানিয়েছেন এবং নিয়মিত বাজার তদারকি চলবে। কেননা- বর্তমানে দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই গত অল্পসংখ্যক ৩দিনে দেশের বৃহৎ ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, রাজধানীর কারওয়ানবাজার ও মৌলভীবাজারসহ দেশব্যাপী বিভিন্ন আড়ত ও কাঁচাবাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা দাবি সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মূলত পেঁয়াজের মূল্য তালিকা টানানো হয়েছে কি না, মূল্য তালিকার সঙ্গে বিক্রির মূল্য ঠিক আছে কি না, তা পর্যবেক্ষণ সাধন হচ্ছে। যেসব আড়তদার আমদানি কারকদের নিকট থেকে পেঁয়াজ কিনে থাকেন তারা কেনা স্লিপ সঙ্গে রাখেন কি না, তা যাচাই সাধন হচ্ছে। এ ছাড়া সরবরাহ স্বাভাবিক আছে কি না, তাও মনিটর সাধন হচ্ছে। দেশের অভ্যন্তরে পেঁয়াজ সরবরাহে যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। তারপরেও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ সাধন যাচ্ছে না। জানা যায়, বাজার তদারকি সংস্থাগুলোর দুর্বলতার কারণেই ব্যবসায়ী সিন্ডিকেট বেপরোয়া মুনাফা করার সুযোগ পায়। নালিশ রয়েছে, বাজার পর্যবেক্ষণে জড়িত অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ব্যবসায়ী সিন্ডিকেটের যোগসাজশের কারণেই অসাধু ব্যবসায়ীরা পার পেয়ে যাচ্ছে। মনে করি, সিন্ডিকেট শনাক্তে এখনই জোরালো পদক্ষেপ নেওয়া উচিত। কেউ যাতে বাড়তি মুনাফা করার সুযোগ না পায়, তা কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। তাই দ্রুত অভিযান চালিয়ে ওই সকল অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে এবং নির্মম শাস্তি প্রদান করতে হবে। এ সিন্ডিকেটের পিছনে কে বা কারা রয়েছেন তাদেরও খুঁজে বের করতে হবে। কিছুদিন পর পর যেন সাধারণ মানুষদের আর এ সিন্ডিকেটের মুখোমুখি হতে না হয়। এ সিন্ডিকেটের থাবায় পড়ে প্রতিনিয়ত দরিদ্র ও মধ্যবিত্ত লোক গুলো হাঁপিয়ে উঠছেন। অনেকে অনাহারেও দিন কাটিয়ে দিচ্ছে। তাই এর একটি বিহিত হওয়া দরকার। ভোক্তাদের পাশে সঠিক দামে সঠিক জিনিস পৌঁছে দেয়া হোক এবং অসাধু ব্যবসায়ীরা যেন ক্রয়কারী ঠকাতে না পারে, সেজন্য শুরু থেকেই বাজার মনিটরিং করার ব্যবস্থা নেয়া হোক।