কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা মিলনায়তনে বৃহস্পতিবার দুপুর ১২টায় পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ মস্তুফা কামালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আফজাল হোসেনের নির্দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করেন। আলোচনা সভায় বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও ৫ম বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান। চতুর্থবারের মতো আলহাজ¦ মোঃ আফজাল হোসেনকে পূর্নবার বিজয় করার জন্য বাজিতপুর ও নিকলী বাসিকে উন্নয়ন করার জন্য তার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় এমপি গত সাড়ে ১৪ বছরে বাজিতপুর ও নিকলীতে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের দুই উপজেলার ১৬১ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, চেম্বার অফ কর্মাসের সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, হিলচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম, কৈলাগ ইউপি চেয়ারম্যান কায়সারএ হাবিব, পিরিজপুর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল, দিলালপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া নভেল, গাজিরচর ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব জুয়েল।