ঝালকাঠির রাজাপুর উপজেলা ভূমি অফিসের সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতুর বাসায় চুরির ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মেডিকেল মোড় এলাকার তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুজন ও রনি নামের দুই জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়, বাবার চিকিৎসার জন্য এসিল্যান্ড ঢাকায় অবস্থান করার সুযোগে তার বাসার মেইন গেটের তালা এবং রুমের দরজার রাউন্ড লক ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরে থানা নগত ২৫ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোররা।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় মঙ্গলবার গভীর রাতে উপজেলা ভুমি অফিসের নাজির আবদুর রহিম বাদি হয়ে রাজাপুর থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। এ ঘটনায় সুজন ও রনি নামের দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।