ঝালকাঠিতে গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মুখে কালো কাপর বেঁধে মৌন মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১০ টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামন থেকে মৌন মিছিল বের হয়ে কালীবাড়ি সড়ক, সাধনার মোড় প্রদক্ষিন করে ফায়ার সার্ভিস মোড়ের দিকে আগালে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানে মৌন মিছিল শেষ করে। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী মৌন মিছিলে অংশ নেয়।