রাজধানীসহ সারা দেশের ফুটপাতগুলোর বেশিভাগই বেদখল হয়ে থাকে। এতে চলাচলের সময় প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হতে হয় মানুষকে। ফুটপাত থেকে হকার উচ্ছেদে রাজধানীতে কিছুদিন পরপর অভিযান পরিচালনা করা হলেও ফুটপাতগুলো আবার আগের অবস্থায় ফিরে যায়। নগরীর কোনো কোনো গুরুত্বপূর্ণ সড়কের দুপাশে হকাররা এমনভাবে পসরা সাজিয়ে বসে যে, সেসব এলাকায় ফুটপাতে পথচারীদের চলাচলের কোনো উপায় থাকে না। রাজধানীর বিভিন্ন ফুটপাতে হকারদের কাছ থেকে বিপুল অঙ্কের চাঁদা আদায় করছে ‘লাইনম্যান’ নামধারী চাঁদাবাজরা। দখলদারত্ব টিকিয়ে রাখতে রাজনৈতিক দলগুলোতে ভিড়েছেন অনেকে লাইনম্যান নামধারী চাঁদাবাজ। কেবল ফুটপাত নয়, কোনো কোনো এলাকায় মূল সড়কের একটি অংশ হকারদের দখলে চলে গেছে। এ কারণে যানজট আরও প্রকট আকার ধারণ করেছে। সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সেগুলো যাতে দখল না হয়, সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রশাসন যদি ফুটপাতকে দখলমুক্ত করার বিষয়ে আন্তরিক হয়, তাহলে টেকসই সমাধানের পথ খুঁজতে হবে। যাদের উচ্ছেদ করা হয়, তাদের বিকল্প জায়গায় পুনর্বাসনের বিষয়টিও বিবেচনা করা দরকার। পথচারীরা বিড়ম্বনার শিকার হয়ে প্রতিবাদ করলে হকাররা তাদের সঙ্গে বেপরোয়া আচরণ করে। এ বাণিজ্য ঘিরে প্রায়ই নানা রকম সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ছাড়া চাঁদাবাজির কারণে হকাররা পণ্যমূল্য বাড়িয়ে তা পুষিয়ে নেয়। কাজেই ফুটপাতের অবৈধ দখল এবং একে কেন্দ্র করে বিপুল অঙ্কের চাঁদাবাজি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। দেশে চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজির জন্য দায়ী মূলত রাজনীতির বর্তমান ধারা। লেজুড়বৃত্তির রাজনীতির কারণে কোনো দল ক্ষমতাসীন হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সমর্থিত বিভিন্ন অঙ্গসংগঠনের দৌরাত্ম্য বেড়ে যায়। শাসকগোষ্ঠীর দায়িত্ব হচ্ছে, সাধারণ মানুষের দুর্দশা লাঘবে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। দুঃখজনক হলো, দেশের কোথাও এটা লক্ষ্য করা যায় না; বরং প্রায় প্রতিটি ক্ষেত্রে বহু মানুষ হয়রানির শিকার হচ্ছে। প্রশ্ন হলো, নগরীর অনেক জায়গার ফুটপাতকে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে ‘বিক্রি’ করা হলেও এসব যাদের দেখার কথা তারা কী করেন? কিছু এলাকায় অনেকটা স্থায়ীভাবেই দখল করা হয়েছে ফুটপাত, সড়ক ও ফ্লাইওভারের নিচের খালি জায়গা। অভিযোগ রয়েছে, লাইনম্যানরা স্থানীয় মাস্তান, সরকারি দলের ক্যাডার, কিছু অসাধু পুলিশের প্রশ্রয় পেয়ে থাকে। কেবল বিশেষ কিছু ব্যক্তি ফুটপাতকেন্দ্রিক অবৈধ চাঁদাবাজির সঙ্গে জড়িত তা বিশ্বাসযোগ্য নয়। শর্ষের ভেতরে ভূত থাকার বিষয়টিও বহুল আলোচিত। এ ভূত তাড়াতে সরকারের উচ্চপর্যায় থেকে দৃষ্টি দিতে হবে। সারা দেশে ফুটপাতকেন্দ্রিক চাঁদাবাজি নির্মূলে সরকার কঠোর পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা। মানুষ এ নিয়ে ইঁদুর-বিড়াল খেলা আর দেখতে চায় না। উচ্ছেদের পর ফুটপাত যাতে পুনর্দখল হতে না পারে, সে জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা দরকার। তবে সবার আগে প্রশাসন তথা সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া দরকার। আমরা আশা করি, ফুটপাতগুলো অবৈধ দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা হবে।