জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের চাঁদগাঁও চাহাপাড়া মোড়ে রোববার (২৭ আগস্ট ) রাত সাড়ে ৮টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। মাদক কারবারিরা হলো- নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও দক্ষিণপাড়া গ্রামের মৃত আশকর আলীর ছেলে মো. শাহজামাল (৩০) ও চাঁদগাঁও কেউটা পাড়া গ্রামের মো. তারেব আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (২৭)। এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, সহকারি উপপরিদর্শক (এএসআই) আলমাছ হোসেন, খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নালিতাবাড়ী উপজেলার চাঁদগাঁও চাহাপাড়া মোড়ে রোববার রাতে এক মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় মাদক কারবারি মো. শাহজামাল ও মো. জাহিদুল ইসলামকে আটক করা হয়। পরে আটকদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় ২৮ আগস্ট সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।