মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন,সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের আইকন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে চলমান। শিক্ষা চিকিৎসা যোগাযোগ তথ্য প্রযুক্তি কৃষি অর্থনীতি রেমিটেন্স বিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন প্রতিটি ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য উন্নয়ন করেছে শেখ হাসিনা। এখন আর পর নির্ভরশীল দেশ নয় এখন স্বনির্ভরশীল বাংলাদেশ। বাংলাদেশের মানুষ এখন আর খালি পায়ে, খালি গায়ে ও খালি পেটে থাকে না। বাংলাদেশের উন্নয়ন দেখে একাত্তরের পরাজিত পাকিস্তান এখন বাংলাদেশ হতে চায়। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সকল কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আর্থসামাজিক উন্নয়ন যে দশটি সুযোগ, সেই দশটি সুযোগের পিছনে পাকিস্তান। জাতীয় আন্তর্জাতিক অর্থ প্রতিষ্ঠান গুলোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে দেখিয়ে দিয়েছে। যে শেখ হাসিনাও পারে আমরাও পারি। এবং আরো প্রমাণ করেছে যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের উক্তি আমাদের কে দাবিয়ে রাখতে পারবে না। এ সময় উপস্থিত ছিলেন,জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তার, প্রকল্প পরিচালক ও তথ্য আপা প্রকল্পের যুগ্ম সচিব শাহনাজ বেগম লীনা, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মনোয়ারা ইসরাত, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ প্রমুখ। উপজেলার সকল কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় সভা শেষে গাছের চারা বিতরণ করেন। এর আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বালুয়াকান্দি এলাকায় গড়ে উঠা গজারিয়া ইনস্টিউট অব সাইন্স এ- টেকনোলজি প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন।