চট্টগ্রামের চন্দনাইশে ৮দিন পর নিখোঁজ হওয়া শ্যামল কান্তি নাথের (৪৮)এর লাশ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী বড়ুয়া পাড়ার পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পেরণ করেন। জানাযায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ নাথ পাড়ার পুলিন বিহারীর ছেলে শ্যামল কান্তি নাথ গত ২১আগষ্ট সোমবার সকাল ৬টার সময় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় অনেক খোজাঁখুজিঁর পর সন্ধান না পেয়ে ছোট ভাই পরিমল কান্তি নাথ বাদি হয়ে চন্দনাইশ থানায় নিখোঁজ ডায়েরি করেন।চন্দনাইশ থানার ইনচার্জ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন লাশ মর্গে পাঠানো হয়েছে প্রতিবেদন পাওয়া গেছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।