রংপুরের তারাগঞ্জ উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে সোমবার (২৮ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সর্বজনীন পেনশন সম্পর্কিত সকল কর্মসূচি ব্যাপকভাবে প্রচার, ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠক ও হেল্প ডেস্ক করে সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করা, গুজব ও ভ্রান্ত ধারণা দূরীকরণের কার্যকরী ভূমিকাসহ সর্বোপরি এই পেনশন স্কিমে সকলকে উৎসাহিত করার নানা বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বায়জিদ বোস্তামী, সাবিনা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা, স্বাস্থ্য ও পরিবার পরকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীন সুলতানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফরহাদ নোমান, উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম, সোনালী ব্যাংক ম্যানেজার আবদুল্লাহ আল মাহমুদ, ৫ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, ব্যবসায়ী নেতা, বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, শিক্ষক, আলেম-ওলামা প্রমুখ।
ইউএনও রাসেল মিয়ার বলেন, ১৮ থেকে ৫০ বছর বয়সি যে কোনো বাংলাদেশি নাগরিক প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চারটি স্কিমের মধ্যে যে কোনো একটি স্কিম গ্রহণ করতে পারবেন। অতিদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন সমতা পেনশন স্কিম গ্রহণ করতে পারবেন। তাদের মাসিক চাঁদার অর্ধেক সরকার বহন করবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে এই পেনশন স্কিম গ্রহণ করেছেন।