বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রংপুর জেলা শাখার কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে শ্রমিক নেতা আসাদুজ্জামান বাবুকে আহ্বায়ক ও শ্রমিক নেতা মো: শামীম মিয়াকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত রোববার ( ২৭ আগস্ট) রাতে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব মো: শামীম মিয়া। এর আগে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম এই কমিটির অনুমোদন প্রদান করেন। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকুর সুপারিশে এই কমিটির অনুমোদন করা হয়। নব-ঘোষিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম সাদেক, যুগ্ম আহ্বায়ক হাবিবুব রহমান লেবু, সদস্যবৃন্দরা পর্যায়ক্রমে হলেন, জসিম উদ্দিন, শাহজাহান মজুমদার, আবদুল কাদের মিয়া, মাহবুব হোসেন, ফিরোজ কবির, রাকিবুল হাসান রকি, ফরহাদ হোসেন, মোহাম্মদল আলী লিটন, আবদুল জলিল, এএসএম সাইফুল হোসেন, হামিদুল ইসলাম, আজমল হোসেন, মাহফুজুর রহমান আবু, জাহানুর রহমান শাহিন, এন্তাজ আলী, মো:এনামুল, চাঁন মিয়া, হালিম মিয়া, আতিকুল ইসলাম, রফিকুল ইসলাম মুন্সী, মোহাম্মদ উল্ল্যাহ বাবু, কাজী জাহিদ হোসেন লুসিড, বাবলু মিয়া, হেলাল মিয়া, হারেস আলী, আবেদ মিয়া, আইয়ুব আলী বাবলু, আবু রায়হান সর্দার, রাকিবুল ইসলাম রাকিব, মজিবুর রহমান, মো: মিন্টু মিয়া, মাহামুদুল হাসান বাবলু, মো: মোখলেছ, শামীমুল ইসলাম পন্ডিত, স্বপন মিয়া, রেজাউল করিম টেপু, জাহিদুল ইসলাম জাহিদ, মো: মিঠু মিয়া, রফিকুল ইসলাম, মো: রানা, গোলাম রব্বানী রতন, মো: সরুজ মিয়া, মোসাদ্দেক হোসেন মিন্টু, বেলাল হোসেন বাঁধন, রেজাউল করিম, কাদের মিয়া ও আল ইমরান। এদিকে শ্রমিক দল কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত নবঘোষিত রংপুর জেলার আহ্বায়ক আসাদুজ্জামান বাবু ও সদস্য সচিব মো: শামীম মিয়াসহ সকল নেতৃবৃন্দকে রংপুর জেলা ও মহানগর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা জেলা শ্রমিক দলের কার্যক্রম আরো গতিশীল ও তৃণমূল পর্যায়ে সু-সংগঠিত করতে উদাত্ত আহব্বান জানান। সেই সাথে বিএনপি চেয়ারপারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি ঘোষিত একদফা আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।