হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত একেকটি ফ্লাইওভার নানাবিধ নতুন নতুন নাগরিক সমস্যার জন্ম দিয়েছে। এত বিপুল ব্যয়ে নির্মিত ফ্লাইওভারগুলোতে এখন নানাবিধ বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে ফ্লাইওভার ব্যবহারকারীরা। বিশেষত ঢাকার প্রায় প্রতিটি ফ্লাইওভার কোনো না কোনোভাবে নাগরিক বিড়ম্বনা ও নিরাপত্তাহীনতার কারণ হয়ে উঠেছে। কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে রাজধানীর মগবাজার ফ্লাইওভারে একটি ছিনতাইকারী চক্রকে ধরতে গিয়ে ফ্লাইওভারে এক ভয়ংকর সুড়ঙ্গ পথের সন্ধান পায় পুলিশ। ছিনতাই চক্রের সদস্য তরুনিরা কৌশলে গাড়ী কিংবা মোটর বাইকারদের থামিয়ে পথরোধ করার পর সুড়ঙ্গে ও নিচে থাকা পুরুষ ছিনতাইকারীরা মুহূর্তেই ঝোলানো বিশেষ রশি বেয়ে উপরে উঠে চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সর্বস্ব লুটে নিয়ে সুড়ঙ্গ পথে নির্বিঘ্নে পালিয়ে যেত। স্থানীয় জনসাধারণ ও আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর ধরে এভাবেই ফ্লাইওভারের বিশেষ স্থানগুলো যাত্রীদের জন্য বিপজ্জনক স্পট হয়ে উঠে। গত ৯ আগস্টে মগবাজার ফ্লাইওভারে জনৈক মোটর বাইকার তরুনি ছিনতাইকারীর ফাঁদে আক্রান্ত হওয়ার পর অপর দুই মোটরবাইক চালকের সাহসী ভূমিকার কারণে পুলিশ ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। ভুল নকশা এবং পর্যাপ্ত র্যাম্প না থাকায় ফ্লাইওভারের বিভিন্ন পয়েন্টে যাত্রী ওঠা-নামায় বিড়ম্বনা এবং প্রায়শ দুর্ঘটনা ঘটছে। তাই ফ্লাইওভারের উপরে প্রয়োজনীয় পুলিশি নজরদারি, পর্যাপ্ত ল্যাম্পপোষ্ট ও আলোর ব্যবস্থা নিশ্চিত করা দরকার। কেননা ফ্লাইওভারের মত গুরুত্বপূর্ণ অবকাঠামোর মধ্যে গোপন সুড়ঙ্গ, আস্তানায় বসে দিনের বেলায় মাদক ও অসামাজিক কার্যকলাপসহ ছিনতাই, ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড মাসের পর মাস ধরে চালিয়ে যাওয়ার বাস্তবতা থেকেই জননিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিস্ক্রিয়তা ও ব্যর্থতার চিত্র ধরা পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর উপর জননিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করার দায়িত্ব থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা একেবারেই দায়সারা। শহরের ব্যস্ততম এলাকাগুলোতে প্রতিদিন অনেক মানুষ ছিনতাই, পকেটমার, অজ্ঞানপার্টি, মলমপার্টির হাতে সর্বস্ব হারাচ্ছে। যদিও অপরাধ চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি। তারপরেও চোখে পড়ছে না তাদের তেমন কোনো ব্যবস্থাপনা। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জবাবদিহিতাও নিশ্চিত করা জরুরি।