কুমিল্লার হোমনা উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদক, জুয়া, চুরি, বাল্যবিয়ে, পয়ঃনিস্কাষণ ব্যবস্থা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে যত্রতত্র এলপি গ্যাস বিক্রয়, নদীদূষণ, যানজট ও সড়ক দুর্ঘটনা রোধসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাছান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার, সুপার মাওলানা আবদুছ সাত্তার আলক্বাদরী, ইউপি চেয়ারম্যান মো. জালাল পাঠান, মো. মফিজুল ইসলাম গণি, মো. শাহজাহান মোল্লা, জসীম উদ্দিন সওদাগর, তাইজুল ইসলাম মোল্লা, মো. মোজাম্মেল হক, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, আ. হক সরকার ও মো. কামাল হোসেন, উপজেলা কাজী সমিতির সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক হাজী মনির হোসেন প্রমুখ।