দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শিবির নেতা দীর্ঘ ১২ বছর ধরে পলাতক হত্যা, বাসে আগুন দেয়া নাশকতা সৃষ্টি সহ ২৫ মামলার পলাতক আসামি শিবির নেতা সাদেকুল ইসলাম (৩৫)কে রংপুরের পীরগাছা থানা এলাকা থেকে সোমবার ভোরে এন্টি ট্যারিরিজম ইউনিট রংপুর বিভাগের একটি টীম গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এন্টি ট্যারিরিজম ইউনিট রংপুর বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম। এটিইউ রংপুর বিভাগের ইন্টেলিজেন্স সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পায় যে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার শিবির নেতা ২০১৩ ও ২০১৪ সালে ওইএলাকায় হত্যা বাসে আগুন দেয়া নাশকতা সৃষ্টি সহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া ২৫ মামলার পলাতক আসামি সাদেকুল ইসলাম (৩৫) পিতা মকবুল হোসেন বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামে। সে দীর্ঘ ১২ বছর ধরে চিরিরবন্দর এলাকা থেকে পালিয়ে রংপুরের পীরগাছায় অবস্থান করছে। এমনি খবরের উপর ভিত্তি করে সোমবার ভোরে পীরগাছা পুলিশের সহায়তায় এটিইউ রংপুর বিভাগের অতিরিক্ত পুলিশসুপার শরিফুল আলম পরিদর্শক হুমায়ুন কবীর সহ অন্যান্যরা আসামি সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে এটিইউএর অতিরিক্ত পুলিণশসুপার শরিফুল আলম জানান আসামি সাদেকুল ইসলাম চিরিবন্দর থানার শিবিরের নেতা তার বাবাও জামায়াতের রোকন। সে ২০১৩ ও ২০১৪ সালে বিএনপি জামায়াত জোটের নির্বাচন প্রতিরোধের নামে চিরিরবন্দর থানা এলাকায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা রাস্তা অবরোধ করে যান চলাচলে বাধা সৃষ্টি যান বাহন ভাংচুর, পুলিশের উপর হামলা করে বেশকয়েকজন পুলিশ সদস্যকে গুরতর আহত করা সহ ব্যাপক তান্ডব চালানোর ঘটনার তার নামে ২৫টি মামলা হয়েছে। সব মামলাতেই তার নামেআদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা জারির আদেশ হয়েছে। এ ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে পালিয়ে রংপুরের পীরগাছা থানা এলাকায় আশ্রয় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। তিনি জানান গ্রেপ্তারের পর তাকে পীরগাছা থানায় সোপর্দ্দ করা হয়েছে বলে জানান।