কচুয়ায় ইউপি সদস্য ও কচুয়া সদর ওয়ার্ডের যুবলীগ সভাপতি সঞ্জিব সাহা(৪৬)এবং কচুয় সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারন সম্পাদক শংকর সাহা (৫৫) কে এলোপাথারী ভাবে পিটিেিয় গুরুতর আহত করেছে দূর্বিত্তরা। কচুয়া থানা পুলিশ এঘটনার সাথে জড়িত সন্দেহে ২জনকে আটক করেছে। গত ২৫আগষ্ট রাত সোয়া ৯টার দিকে উপজেলার বারইখালী চৌরাস্তা এলাকায় কচুয়া সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সঞ্জিব সাহা এবং কচুয়ার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শংকর সাহা এর উপর পুর্ব শত্রুতার জের ধরে কতিপয় দূর্বিত্তরা এ হামলা চালায়। এতে সঞ্জিব সাহা ও শংকর সাহা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এদের উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কচুয়া থানা পুলিশ এঘটনার সাথে জড়িত সন্দেহে বারুইখালী গ্রামের আজিজ খানের ছেলে রিপন খান (৩২) ও ইব্রাহিম শেখের ছেলে লিয়াকত শেখ (৪৫) নামের দুইজনকে আটক করেছে। কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, এঘটনার সাথে জড়িত সন্দেহে রিপন খান (৩২) ও লিয়াকত শেখ (৪৫) নামের দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।