রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নে ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত চৈত্রকোল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি দেখতে যেন গো-শালা। আবর্জনায় ভরপুর। দীর্ঘদিন থেকে স্বাস্থ্যকেন্দ্রটি তালা বদ্ধ থাকায় বারান্দায় এলাকার লোকজন খড়,কাঠ,খড়ি ও গরু-ছাগল বেঁধে রাখার নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করছে। প্রতিনিয়ত এলাকার সাধারণ গরীব রোগীরা এখানে চিকিৎসা নিতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এলকাবাসীর অভিযোগ, বছর খানেক হয় এখানে কোন সরকারি ডাক্তার আসে না। কালে-ভদ্রে ১/২জন যারা আসেন তারা ডাক্তার নন। দু এক ঘন্টা থেকে আবার চলে যান। তবে ওই স্বাস্থ্যকেন্দ্রে স্থানীয় সালাম নামের একজন স্থানীয় ব্যাক্তি চিকিৎসার জন্য আগত সব রোগীদের প্যারাসিটামল, এন্টাসিড, মেট্রোনিডাজল দিয়ে চিকিৎসা দিতেন। জানা গেছে,তিনিও বর্তমানে ক্যান্সারের রুগী। মাসাধিক কাল ধরে একবারেই আসেন না। স্বাস্থ্যকেন্দ্রটিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর নেই, ডাক্তার নেই, নেই কোন ষ্টাফ, ভালো কোন ওষুধ নেই, নেই সীমানা প্রাচীর। এসব নানাবিধ রোগে নিজেই আক্রান্ত ওই ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি। উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে,ডাক্তারের সংকট থাকায় ফার্মাসিস্ট ও অন্যান্য কর্মচারী দিয়ে বাইরোটেশনে দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে স্বাস্থ্যকেন্দ্রটি নিয়মিত খোলা থাকে। কিন্তু তা আর হয় না। জরুরী ভিত্তিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটির সীমানা প্রাচীর নির্মান,পুরাতন জরাজীর্ণ ভবন ভেঙ্গে নতুন ভবন তৈরী,নিয়মিত খোলা রেখে সরকারি ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা দেয়া, গরীব ও সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত পরিমানে ওষুধ সরবরাহের দাবি এই এলাকার সাধারন মানুষের।