প্রতিদিন সড়কে চলছে চাঁদাবাজি। জিম্মি হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকরা। চাঁদা না দিলে গাড়ি থামিয়ে রাখা হয়। মাঝ রাস্তায় যাত্রীদের নিয়ে বিড়ম্বনা এড়াতে সড়কের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে থাকা লাইনম্যানদের হাতে নির্ধারিত চাঁদার টাকা তুলে দিতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা। শুধু বাসষ্ট্যান্ডেই নয় টাকা দিতে হয় পথে পথে। চাঁদাবাজ সিন্ডিকেটের কাছে পরিবহন শ্রমিকরা অসহায় হয়ে পড়েছে। ঢাকাসহ বড় জেলাগুলোর বাস টার্মিনাল ও স্ট্যান্ডগুলোতে এই অনাচার অনেকটাই প্রকাশ্য। কিন্তু জেলা উপজেলা এবং পৌর এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে অটোরিকশা ও ইজিবাইক কেন্দ্রিক চাঁদাবাজি। বিভিন্ন সংগঠনের নামে-বেনামে তোলা হচ্ছে চাঁদা। সড়কপথে বিভিন্ন সংগঠন, পুলিশ ও ব্যক্তির নামে পরিবহণ থেকে চাঁদাবাজি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকলে তা জানাতে চালু হয়েছে হটলাইন, তবে মালিক ও শ্রমিক সংগঠনের নামে চাঁদা আদায় বহাল থাকছে। মালিক ও শ্রমিক সংগঠনের নামে প্রতি ট্রিপে ৩০ টাকা করে মোট ৬০ টাকা আদায় করা যাবে। প্রতিটি জেলায় নির্দিষ্ট স্থানে এ চাঁদা আদায় করবেন দুই সংগঠনের প্রতিনিধিরা। এই চাঁদাবাজির কারণে সমস্যায় পড়ছে সাধারণ জনগণ। চাঁদার টাকার জোগান দিতে পরিবহন মালিকরা যাত্রীদের থেকে আদায় করছে অতিরিক্ত ভাড়া। আর এই ভাড়ার একটি বড় অংশ চলে যাচ্ছে চাঁদাবাজদের হাতে। চাঁদাবাজ সিন্ডিকেটই ভাড়া ও চাঁদার অঙ্ক নির্ধারণ করে দিচ্ছে। মহাসড়কে এই চাঁদার কারণে বাড়ছে নিত্ত পণ্যের দাম। কৃষকের হাত থেকে পণ্য ভোক্তার হাতে পৌছাতে হাত বদল হয় কয়েক বার আর এই বদলের সময় নেওয়া হয় বড়ো অংকের চাঁদা তাছাড়া পণ্য দেশের জেলা শহরগুলো থেকে রাজধানীতে আনতে সড়ক পথের বিভিন্ন পয়েন্টে দিতে হয় চাঁদা ফলে পণ্য যখন রাজধানীতে এসে পৌছায় তার দাম হয়ে যায় আকাশচুম্বী। সড়ক-মহাসড়কে নানামুখী চাঁদাবাজির কারণেই নিত্যপণ্য ও তরিতরকারির দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে সড়ক পথের পরিবহন শিল্প অচিরেই ভেঙ্গে পড়বে এবং দেশে পণ্যের সংকট দেখা দেবে এবং আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটবে। তাই সরকারকে এখনি পদক্ষেপ নিতে হবে। যেসব স্থানগুলোতে চাঁদাবাজি হয় ওইসব স্থানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। চাঁদাবাজদের কঠোর শাস্তির দিতে হবে ও যেসকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই চাঁদাবাজির সাথে জড়িত তাদের শনাক্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নিতে হবে। আর তাহলেই এই সড়কপথে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হবে।