নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে ২৫০ শয্যা হাসপাতাল ও ৫০ সিট ক্যাপাসিটি মেডিকেল কলেজ নির্মাণ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এটির আয়োজন করে পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষ। ২৬ আগস্ট সৈয়দপুর উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
এতে প্রধান অতিথি ছিলেন সিইও পিপিপি অথরিটি ও সচিব প্রধানমন্ত্রীর কার্যালয় ড. মোঃ মুশফিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, রেলওয়ে কারখানার তত্বাবধায়ক সাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন,প্রেসক্লাব সভাপতি সাকির হোসেন বাদল, পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী, ব্যবসায়ি সমিতির সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন সরকার, ডাঃ দুলাল হোসেন,ডাঃ নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোনায়মুল হক, সহ সমাজের বিভিন্ন সেক্টরের প্রতিনিধি প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় প্রধান অতিথি বলেন, পিপিপি প্রকল্পের আওতায় আমরা বেশ কয়েকটি কাজে সফলতা পেয়েছি। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সৈয়দপুর রেলওয়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মিত হচ্ছে। জনগন যাতে স্বল্পমুল্যে চিকিৎসা সেবা পায় এটিই হল মুল লক্ষ্য। এ হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮১৯ কোটি ৮৪ লাখ ৯০ টাকা।
সভা শেষে তিনি রেলওয়ে হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।