কচুয়ায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম বীর মুক্তিযোদ্ধা এ্যাড: ফকির মনসুর আলীর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল দুপুর ২টায় বীর মুক্তিযোদ্ধা এ্যাড: ফকির মনসুর আলী কমপ্লেক্সের হলরুমে এ্যাড: মো: নওরেশুজ্জামান লালন এর সঞ্চালনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম। আলোচনা অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ শিকদার হাবিবুর রহমান, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামন হাদিজ, ফকির আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সেখ মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আজাদ হোসেন বালী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিহিদার সুজন, শিকদার সুজন, কৃষকলীগের সাধারন সম্পাদক আ: ছালাম মল্লিক, সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কাজী সহিদুল ইসলাম, তাঁতীলীগের আহ্বায়ক সেখ সিরাজুল ইসলাম, মৎস্যলীগের আহ্বায়ক শিকদার রিপন সহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।