জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মেরুকরণ যে সংকট তৈরি করবে জঙ্গিরা সেই সুযোগ নিতে পারে। অনেকের আশঙ্কা ভোট সামনে রেখে আবার জঙ্গি অভিশাপের মুখোমুখি হবে দেশ। যদিও গোয়েন্দারা বলছেন, বড় ধরনের হামলা করার মতো সক্ষমতা জঙ্গিদের নেই। তবে এরপরও তারা আত্মতুষ্টিতে ভুগতে চান না। দেশে থেমে থেমে একের পর এক জঙ্গি সংগঠন আত্ম প্রকাশ করছে। এই সংগঠনগুলো মাঠ পর্যায়ের কার্যক্রমের পাশাপাশি অনলাইনে সক্রিয়। এসব জঙ্গি সংগঠন দীর্ঘদিন ধরে ভার্চুয়ালি (অনলাইন) যুক্ত। অনলাইনে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও টেলিগ্রাম অ্যাপস বা অন্যকোনো নতুন অ্যাপসের মাধ্যমে ছদ্মনামে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে। একদিকে পুরনো জঙ্গি সংগঠন জেএমবি, আনসার আল ইসলাম ও হুজিবি সংগঠিত হচ্ছে। অন্যদিকে এসব সংগঠনের কিছু নেতা কারাগার থেকে বেরিয়ে ব্যক্তিগত উদ্যোগে ছোট ছোট দল গঠন করে দাওয়াতি কাজ চালাচ্ছেন। এদের বেশির ভাগ তৎপরতাই অনলাইনে। অনেক ক্ষেত্রে তারা নতুন নাম দিয়ে গোপনে তরুণদের সক্রিয় করছে। সম্প্রতি জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে একটি জঙ্গি সংগঠনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষিদ্ধ ঘোষণা করার পরপরই ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে আরেকটি জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ভারত উপমহাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার নেটওয়ার্ক পরিচালনাকারী দাবিদার ‘গাজওয়াতুল হিন্দ’ নামের অনলাইনভিত্তিক সংগঠনটির সঙ্গে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া ও ইমাম মাহমুদের কাফেলার যোগাযোগ ছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো তদন্তে তথ্য পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, দেশে হলি আর্টিজানের পর ব্যাপক অভিযানের ফলে জঙ্গি সংগঠনগুলো দুর্বল হয়ে গেলেও মাঝেমধ্যেই এরা নিজেদের অস্তিত্ব জানান দিতে প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। বাংলাদেশের অনেক জঙ্গি দেশের বাইরে সক্রিয়। তারা এখন দেশে সক্রিয় জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে। সিটিটিসি সূত্র জানায়, ইমাম মাহমুদের কাফেলা জঙ্গি সংগঠনের প্রধান জুয়েল মাহমুদ ওরফে কমান্ডার মেন্দি ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠায় কুলাউড়ায় আস্তানা গড়ে তোলার চেষ্টা করেছেন। তাদের মতে, ইমাম মাহাদীর আগে এই যুদ্ধের নেতৃত্ব তার হাতে থাকবে। প্রচারণায় অনলাইনে মগজ এমনভাবে ধোলাই করা হচ্ছে যে তারা কথিত জিহাদে গিয়ে ‘শহীদ হওয়ার জন্য’ মরিয়া হয়ে উঠছে। বিষয়টি তারা তাদের নিকট আত্মীয় যেমন মা, বাবা, স্বামী ও সন্তানদের সঙ্গেও শেয়ার করছেন না। শুধু অনলাইন প্লাটফরমে তারা তাদের মতাদর্শ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। এমন পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতনতা বাড়াতে হবে। প্রতিটি মা বাবার কর্তব্য তাদের সন্তান কোথায় যায় কি করে কার সাথে চলাফেরা করে তার খোঁজ খবর রাখা।