নিত্যপণ্যের বাজারে সর্বত্রই সিন্ডিকেটের থাবা। বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও দেশে কমেনি বরং কিছু পণ্যে দাম উলটো বেড়েছে। ডলার সংকট, বিশ্ববাজারে পণ্যের দাম ওঠানামা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ বৈশ্বিক সংকট প্রভাবের কথা বলে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করে তোলা হয়েছে। তবে এ ধরনের প্রভাবে যতটা মূল্য বেড়েছে, তার চেয়ে বেশি বেড়েছে সিন্ডিকেটের থাবায়। হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। বাজারে অভিযান চালিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এখন শুধু ডিম নয়, সবজি, মাছ, মাংস, চিনি, ভোজ্যতেলসহ অধিক প্রয়োজনীয় প্রতিটি পণ্যের বাজারে এক ধরনে অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে ভোজ্যতেল সরকার নির্ধারিত দরের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। আবার কোথাও কোথাও দাম কমার বদলে আরও বেড়েছে। সয়াবিন তেল ১৭৯ টাকা বিক্রি হওয়ার কথা থাকলেও বিক্রি হচ্ছে ১৯৫ থেকে ১৯৭ টাকায় এ পরিস্থিতির কারণে বিপাকে পড়ছেন ভোক্তারা। বিভিন্ন দোকানে এখনো প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯৫ থেকে ১৯৭ টাকায়। খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৯৯ টাকায়, পামঅয়েল ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। মফস্বলের বিভিন্ন কাঁচাবাজারে আরও বেশি দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল। ভোজ্যতেল সরকার কমার নির্দেশনা দিলেও আমদানিকারকরা দাম কমাননি। ফলে আগের থেকে চড়া দামে কিনতে হচ্ছে। যে ব্যবসায়ীরা তাদের লাভ ছাড়া সাধারণ মানুষের কথা ভাবেন না, সেই ব্যবসায়ীদের স্বার্থ সরকার দেখলেও ক্রেতাসাধারণের স্বার্থ দেখার কেউ নেই। বাজার নিয়ন্ত্রণ ও তদারকির তেমন কোনো ব্যবস্থা আমাদের চোখে পড়ে না। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায় না। তাই ভোজ্যতেলের বাজারের প্রকৃত অবস্থা যাচাইয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বাজার তদারকি জোরদার করতে হবে। কেউ ইচ্ছে করে বাজারে সংকট তৈরি করলে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। মুনাফালোভীদের ছাড় দেয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং নিজস্ব ব্যবস্থাপনায় কম দামে পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে ও দ্রব্যমূল্যের এ অযৌক্তিক বৃদ্ধির পেছনে কাজ করা চক্রটির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা এবং অসাধু ব্যবসায়ীদের এ প্রবণতা প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাজারে ভোজ্যতেলের জোগান যাতে ইচ্ছাকৃতভাবে কেউ বাধাগ্রস্ত করতে না পারে।