খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নে মুনকিয়া খেওয়াঘাট সংযোগ সড়ক ইটের সলিং নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এমপি প্রতিনিধি ও ইউপি প্যানেল চেয়ারম্যান ফেরদৌস ঢালী নির্মাণ কাজ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ সভাপতি অমেলেন্দু তরফদার, আইন বিষয়ক সম্পাদক প্রকাশ মন্ডল, শ্রমিক লীগের সভাপতি দিপংকর মল্লিক, মহিলা ইউপি সদস্য চম্পা বেগম, কৃষক লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম গাজী, আ.লীগনেতা সুমঙ্গল মন্ডল, মহানন্দ মহালদার, মঙ্গল মল্লিক, শিক্ষক আশীষ কুমার রায়, সমাজ সেবক শংকর প্রসাদ রায়, মুকুন্দ মল্লিক, প্রহলাদ মল্লিক, নিত্য বাছাড়, সুকৃতি বাছাড়, কালিদাস মন্ডল, হরিদাস মন্ডল সনজিত মন্ডল, জয়ন্ত বাছাড়, জিয়ারুল ইসলাম, হোসেন হাওলাদার ও মহাদেব মন্ডল প্রমূখ। চতুর্থ পর্যায়ে টিআর প্রকল্পের আওতায় ৫০ হাজার টাকার এ কাজ করা হচ্ছে। অবহেলিত লতা ইউনিয়নে সংসদ সদস্য আক্তরুজ্জামান বাবু উন্নয়নের ধারাবাহিকতায় আরো একটি উন্নয়ন কাজ করায় ইউনিয়নবাসী কৃতজ্ঞতা জানিছেন। ইউনিয়নবাসীকে এতদিন এ খেয়াঘাট দিয়ে পারাপারে চরম দুর্ভোগ পড়তে হতো। প্যানেল চেয়ারম্যান ফেরদৌস ঢালী বলেন, লতা ইউনিয়নে স্বপ্ন পূরণে আরও একধাপ এগিয়ে লত ইউনিয়নবাসী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সংসদ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় ২১ আগস্ট দীর্ঘ দিনের প্রত্যাশিত কাঠামারী গুনখালী নদীর উপর ব্রিজ ও মুনকিয়া আলোক দ্বীপ সংলগ্ন নড়া নদীর উপর ব্রিজ সরকারের এলজিইডি অধিদপ্তরের উচ্চ পর্যাায়ের একটি টিম পরিদর্শন করেছেন। যা অচিরেই কাজ শুরু হবে বরে আশাবাদ ব্যাক্ত করেন।