খুলনার পাইকগাছায় মৃত পিতার স্বাক্ষর জালিয়াতি করে ভাইকে ফাঁকি দিয়ে সম্পত্তি দখলের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। ভুক্তভোগী উপজেলার কপিলমুনি বাজারের ব্যবসায়ী পঙ্কজ কর্মকার পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেছে। তার বড়ভাই সুকুমার কর্মকার ও ভাইপো পলাশ কর্মকার কর্তৃক একের পর এক ষড়যন্ত্র ও হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তার পিতা গোষ্ঠ কর্মকারের মৃত্যুর পর ভাই এবং ভাইপো নানা ফন্দি ফিকির করে বাবার রেখে যাওয়া স্থাবর-অস্থাবর থেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। যার ধারাবাহিকতায় কপিলমুনি বাজারের স্বর্ণ পট্টিতে পিতার রেখে যাওয়া একটি দোকান পজিশন (বাসন্তী জুয়েলার্স) পিতার স্বাক্ষর জাল করে ভুয়া ডকুমেন্ট বলে সম্পত্তি দখল করেছে। জাল স্বাক্ষরসহ পজিশন হস্তান্তরে শর্তাবলী না মেনে জালিয়ালি করে জোর পূর্বক দোকান দখল করে রেখেছে বলে জানান ভুক্তভোগী পঙ্কজ। বিশেষ করে শর্তাবলীর ৫নং শর্ত মোটেও মানা হয়নি পতিয়মান হয় বলে জানান। উপায়ন্ত না পেয়ে পাইকগাছা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলা করেছেন, যার নং সিআর ১৩২৩/২২। বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ পূর্বক তদন্তের জন্য সিআইডি খুলনাকে নির্দেশ দেন। মামলা করায় হুমকি ও ষড়যন্ত্র বেড়ে গেছে। এমনকি বাজারে তুচ্ছ ঘটনায় সে ও তার ছেলেকে ফাঁসানোর চেষ্টায় থানায় মিথ্যা অভিযোগে জিডি করিয়েছেন। তিনি আরো বলেন, কপিলমুনি বাজারের তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দীর্ঘ ৩৫ বছর যাবৎ কপিলমুনি বাজারে লোহাপট্টিতে অতীব সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছেন। ভীত সন্ত্রস্ত এ ব্যবসায়ী সে ও তার পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে ১৬ আগস্ট থানায় সাধারন ডায়েরী করেছেন নং ৮১৭। ষড়যন্ত্রকারী বড়ভাই ও ভাইপোকে কতিপয় দুষ্কৃতীকারীদের তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এরইমধ্যে গৌর কর্মকার নামের একজনকে দিয়ে মিথ্যা অভিযোগ আনায়ন করে জিডি করেছে, যার নং ৫৬৪। যা চরম মিথ্যাচার ছাড়া কিছুই না বলে তিনি জানান। ষড়যন্ত্রকারীদের হাত থেকে বাঁচতে ও পুলিশ প্রশাসানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি এ ভুক্তভোগী ব্যবসায়ী।