দাকোপে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটি (এএনসি) এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউয়িন ও খ্রীস্টান এইডের অর্থায়নে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের প্রশিক্ষণ রুমে পিছিয়ে পড়া জনগোষ্ঠিতর ক্ষমতায়ান উপজেলা অ্যাডভোকেসি নের্টওয়ার্ক কমিটির সভাপতি ও সাংবাদিক মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন উপজেলা অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক পাবক মিস্ত্রী, দাকোপ প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ আলী গাজী, প্রধান শিক্ষক এস এম হান্নান, শিক্ষক নিরুপম মন্ডল, নিতাই বাছাড়, নারী নেত্রী দানকুমারী, মলিনা রায়, কল্পনা বিশ্বাস, প্রকল্পের ডিভিশনাল ফ্যাসিলিটেটর মোঃ জহির উদ্দিন, ডিভিশনাল অ্যাস্টিন্ট ফ্যাসিলিটেটর রিয়াজ মোর্শেদ, অ্যাডভোকেসি নের্টওয়ার্ক কমিটির সদস্য বিপুল মন্ডল,অনিমেষ মন্ডল,কমলা কান্ত দাস,পুলক বৈরাগী প্রমুখ।