“অন্ধজনে দেহ আলো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লীতে রোববার (২০ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে ১৫তম বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির-২০২৩। এলাকার কৃতিসন্তান পিরোলীস্তান গ্রামের লন্ডন প্রবাসী ব্যারিষ্টার ফারাজী গোলাম হাফিজ এর পৃষ্ঠপোষকতায় এবং খুলনার শিরোমণিস্থ বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ফ্রেড হলোজ এর যৌথ উদ্যোগে ব্যারিষ্টার হাফিজ হাসপাতালে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা শিবিরে ওইদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সহ¯্রাধিক রোগীর চক্ষু বিনামূল্যে পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেয়া হয়। এর মধ্যে ১৬০জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়া, বাছাইকৃত ছানীপড়া ১৯০জন গরীব ও অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশন ও লেন্স সংযোজনের জন্য হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালে নেয়া হয়েছে। তাদের চক্ষু বিনামূল্যে অপারেশন ও লেন্স সংযোজন শেষে মঙ্গলবার (২২ আগষ্ট) ক্যাম্পে পৌঁছে দেয়া হবে। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ক্যাম্প সহকারী মোঃ জসিম উদ্দিনের তত্বাবধানে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা শিবিরে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ জোবাইর রিয়্যাল ও সহকারী সার্জন ডাঃ আসিফ হাসানসহ ১০ সদস্যবিশিষ্ট একটি মেডিকেল দলের সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ওই চক্ষু চিকিৎসা শিবিরের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্যারিষ্টার হাফিজ ট্রাষ্টের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ কামাল হোসেন (কিবরিয়া)। তিনি জানান, এলাকার কৃতিসন্তান ব্যারিষ্টার ফারাজী গোলাম হাফিজ একজন জনদরদী মানুষ। সুদূর লন্ডন প্রবাসে থাকলেও তিনি দেশের গরীব ও অসহায় মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি নিজস্ব অর্থব্যয়ে দেশের ছানীপড়া গরীব ও অসহায় মানুষের চক্ষু সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন, লেন্স সংযোজন, চশমা, প্রয়োজনীয় ঔষধ, থাকা-খাওয়া ও যাতায়াতসহ সবধরণের সেবা প্রদান করে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ পর্যন্ত তিনি নিজ অর্থব্যয়ে প্রায় দুই হাজার জন গরীব ও অসহায় মানুষের চক্ষু অপারেশন ও লেন্স সংযোজনের ব্যবস্থা করে ছানীজনিত অন্ধত্বের দূরীকরণ করেছেন। এ ধরণের উদ্যোগে এলাকাবাসী ব্যারিষ্ঠার ফারাজী গোলাম হাফিজের প্রতি খুবই খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।