পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার গভীররাতে আটোয়ারী থানার ওসি মোঃ সোহেল রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মৃত: কৃষ্ণ কুমার রায়ের পুত্র নরেন কুমার রায়(৪৬), ওই ইউনিয়নের বামনকুমার ফকিরপাড়া গ্রামের মোঃ ফরিদুল ইসলামের পুত্র মোঃ মাসুদ রানা(৩৮), বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া গ্রামের মধুসুদন চন্দ্র বর্মনের পুত্র লালমোহন চন্দ্র বর্মন(২৬) এবং রাধানগর ইউনিয়নের কিসমত রসেয়া এলাকার মোঃ সামছুল আজমের পুত্র ফিরোজ আলম(২৬)। আটোয়ারী থানার ওসি মোঃ সোহেল রানা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন যাবত উপজেলায় ট্রান্সফর্মা, মোটরসাইকেল সহ বিভিন্ন বাসাবড়িতে বিচ্ছিন্নভাবে কিছু চুরির ঘটনা ঘটেছে। আটককৃতদের উল্লিখিত চুরির ঘটনাগুলোর সাথে সংশ্লিষ্টতা আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রাসেদুজ্জামান জানান, গত ১৭ আগস্ট মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের জনৈক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনায় দায়ের করা মামলায় উল্লেখিক ব্যক্তিদের আটক করা হয়েছে।