পঞ্চগড়ের আটোয়ারীতে মোছাঃ শাবনুর আক্তার (১৫) নামে এক নবম শ্রেণীর শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার তোড়িয়া ইউনিয়নের মধ্য কাটালী গ্রামের মোঃ হাফিজুল ইসলামের মেয়ে এবং তোড়িয়া উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। শিক্ষার্থীর পরিবার সূত্রে জানাযায়, গত ১৫ আগস্ট পাশর্^বর্তী নদীডাঙ্গী এলাকায় শাবনুর তার ফুপুর বাড়ি মেহমান খেতে যায়। সেখানে একদিন অবস্থান করে পরের দিন অর্থাৎ ১৬ আগস্ট দুপুরে পরিধেয় জামাকাপড় নিতে তার ফুপা রফিকুল ইসলামকে সাথে নিয়ে তার মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে আসে। এ সময় ফুপা শাবনুরকে বাড়ির গেইটের সামনে নামিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছিল। কাকতালীয়ভাবে সেসময় তাদের বাড়িতে কেউ ছিলনা। দীর্ঘ সময় অপেক্ষার পর শাবনুর ফিরে না আসায় রফিকুল ইসলাম বাড়ির ভেতরে প্রবেশ করে দেখেন সে বিষপান করেছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে ১৭ আগস্ট ভোর ৩ টার শাবনুর মারা যায়। এ বিষয়ে আটোয়ারী থানার ওসি মোঃ সোহেল রানা জানান, আমরা মেয়েটির আত্মহত্যার খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।