গত মঙ্গলবার (১৬ আগস্ট) রজস্ব অর্থায়নে দিঘলিয়া উপজেলায় বিভিন্ন জলাশয়ে বিভিন্ন ধরণের পোনামাছ অবমুক্ত করা হয়।
দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, রাজস্ব অর্থায়নে দিঘলিয়া উপজেলার ৯টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও ১টি উন্মুক্ত জলাশয়ে মোট ২১৮.৫০ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। এ পোনামাছ অবমুক্ত কালে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ ফজলুল করিম, এমপি মহোদয়ের প্রতিনিধি মোঃ সেলিম মল্লিক, সংশ্লিষ্ট উপজেলা কমিটির সদস্যবৃন্দ, সুফলভোগী প্রতিনিধিবৃন্দ ও উপজেলা মৎস্য দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, দিঘলিয়া উপজেলা মৎস্যে স্বয়ং সম্পূর্ণ। দিঘলিয়ায় উৎপাদিত মাছ দিঘলিয়া বাসীর চাহিদা পূরণ করে দেশের অন্যান্য জায়গায় বিক্রি করা হচ্ছে। বর্তমানের পরিবেশগত সমস্যার কারণে পানি সংকটে মৎস্য চাষিরা সমস্যায় পড়েছে। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তিনি আরো বলেন, অবশিষ্ট মাছ আগামী ১৯ আগস্ট অবমুক্ত করা হবে।