খুলনা জেলা আইন-শৃঙ্খলার মাসিক সভায় নগরঘাট ফেরিঘাটের ঠিকাদারের স্বেচ্ছাচারিতা, নানা অনিয়ম ও অতিরিক্ত টোল উত্তোলনের বিষয়টি উত্থাপিত হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক সভায় বলেন, এর আগেও আমার কাছে অভিযোগ এসেছে, দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।
উল্লেখ্য অভিযোগের ভিত্তিতে তিন মাস পূর্বে খুলনা সড়ক ও জনপথ বিভাগের গঠিত ৩ (তিন) সদস্যের তদন্ত কমিটি তাদের রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছেন। তাদের তদন্ত প্রতিবেদনে ফেরিঘাটের বিভিন্ন অনিয়মের বিষয় উল্লেখ করেছেন। ওই ফেরীঘাটের ইজারাদারের বিরুদ্ধে আনীত সকল অভিযোগের প্রমাণ থাকা সত্বেও আইনানুগ কোন ব্যাবস্হা না নিয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ গত রোববার সরেজমিনে গিয়ে ইজারাদারকে সকল অনিয়ম বন্ধের জন্য ৭ দিনের সময় বেঁধে দিয়ে মৌখিকভাবে সতর্ক করেছেন। সরকারি দপ্তর বা অধিদপ্তরের অফিসিয়াল সকল বিষয় লিখিত করার নিয়ম থাকলেও তিনি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে মৌখিকভাবে সতর্ক করেছেন যা দাপ্তরিকভাবে অস্তিত্বহীন।
সরেজমিন গিয়ে দেখা যায়, সড়ক বিভাগ, খুলনার অধীন দিঘলিয়া-(রেলিগেট)-আড়ুয়া-গাজীরহাট-তেরখাদা সড়কের নগরঘাটা ফেরিঘাটে পারাপারকারী যানবাহন হতে এখনও রশিদ ছাড়া জোর পূর্বক ভাবে অতিরিক্ত টোল আদায় চলছে। উভয় পাড়ে টোলের তালিকা টানিয়ে রাখার নির্দেশনা থাকলেও দেখা যায়নি। অতিরিক্ত টোল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেছেন ভুক্তভোগীরা।
এবিষয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ সাংবাদিকদের জানান, গত রোববার জেলা আইন-শৃঙ্খলার মাসিক সভায় নগরঘাটা ফেরিঘাটের ইজারাদার কর্তৃক নানা অনিয়ম ও অতিরিক্ত টোল উত্তোলনের বিষয়টি উত্থাপিত হয়েছে। দ্রুত এ জনগুরুত্বপূর্ণ বিষয়টির সমাধান হবে বলে জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন।
সড়কের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, উপ-বিভাগীয় প্রকৌশলী প্রসেনজিৎ পালকে প্রধান করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তাদের প্রদত্ত তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। সে তদন্ত রিপোর্টে নগরঘাটা ফেরিঘাটের ইজারাদারের বিভিন্ন অনিয়মের বিষয় উল্লেখ রয়েছে। আমরা মৌখিক ভাবে ইজারাদার মোঃ ফিরোজ মোল্লাকে সতর্ক করেছি।